Aparna Sen, Mamata Banerjee (Photo Credits: X)

নারী নিরাপত্তার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খোলা চিঠি পাঠাল নাগরিক চেতনা মঞ্চ। বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে নাগরিক চেতনা মঞ্চের তরফে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন (Aparna Sen) সহ বহু বিশিষ্ট জনেরা। সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি তুলে ধরলেন অপর্ণা সেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে নিত্য ঘটে চলা নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে ওই চিঠিতে। পাশাপাশি স্কুলের গণ্ডি থেকে শুরু করে কর্মক্ষেত্র সকল স্থানেই নারী সুরক্ষা নিশ্চিত করতে কী কী করনীয় সেই সুপারিশও রয়েছে এই চিঠিতে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অপর্ণা সেন (Aparna Sen) বলেন, বাংলায় নারীরা নিরাপদ বলে বার বার দাবি করা হলেও বাস্তবের চিত্রটা ভিন্ন। প্রবীণ অভিনেত্রীর কথায়, 'যে সরকারই আসুক না কেন, যে দলই সরকার হোক না কেন, তাঁদের বোঝাতে হবে, এইভাবে চলবে না। নারী নিরাপত্তায় পরিকাঠামোগত, পদ্ধতিগত এবং দীর্ঘমেয়াদি কিছু বদল প্রয়োজন, যাতে রাজ্যের প্রতিটা নারীর সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব হয়'। এদিনের সাংবাদিক বৈঠকে আরজি করের (RG Kar Case) প্রসঙ্গেও তুলেছেন অপর্ণা সেন। তিনি বলন, 'আরজি করের ঘটনার পর আমরা সবাই ভীষণ ক্ষুব্ধ ও আশঙ্কিত। সেই ঘটনার পর বহু মানুষ রাস্তায় নেমেছিল ৷ একটা চেতনার জাগরণ ঘটেছিল ৷ সেই চেতনা হল সজাগ থাকা। পশ্চিমবঙ্গ যেন দেশের মধ্যে সত্যি সত্যিই নারীদের জন্যে নিরাপদ রাজ্য হয়ে ওঠে তা আমাদেরই নিশ্চিত করতে হবে'।

রাজ্যে নারী সুরক্ষার দাবিতে নাগরিক চেতনা মঞ্চের তরফে খোলা চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি নবান্ন এবং রাজ্য সরকারের বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে। অপর্ণা সেন জানান, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ-প্রশাসন, পরিবহণ, সব দফতরেই তাঁরা চিঠি পাঠিয়েছেন। তাঁদের দাবি, প্রশাসন যেন নাগরিকদের দাবিগুলি মেনে নেন। রাজ্য সরকার সেই দাবি মেনে নিয়ে যেন দ্রুত সক্রিয় হয়।