রিপোর্টে প্রকাশ, এস এন সুব্রক্ষ্মণমের বেসিক বেতন ৩.৬ কোটি। সেই সঙ্গে ১.৬৭ কোটি অন্যান্য বিষয়ে বেতনের সঙ্গে যোগ হয়। রয়েছে ৩৫.২৮ কোটির কমিশন। সেই সঙ্গে অবসরগ্রহণের বেনিফিট হিসেবে আরও ১০.৫ কোটি পান এস এন সুব্রক্ষ্মণম। সবকিছু মিলিয়ে এল অ্যান্ড টি-এর চেয়ারম্যান ৫১ কোটি টাকা করে বেতন পান। যে রিপোর্ট সামনে আসার পর তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।
...