দিল্লি, ১০ জানুয়ারি: সপ্তাহে ৭ দিন কাজের পরামর্শ দিয়ে আপাতত ভাইরাল এল অ্যান্ড টি-এর চেয়ারম্যান এস এন সুব্রক্ষ্মণম (S. N. Subrahmanyan)। এল অ্যান্ড টি-এর (L&T) সিইও রবিবার কর্মীদের অফিসে আনতে পারনে না বলে তাঁর আফশোষ হয় বলে জানান। এন অ্যান্ড টি-এর চেয়ারম্যানের সেই বক্তব্য কার্যত হু হু করে ছড়িয়ে পড়ে আগুনের মত। এল অ্যান্ড টি-এর যে চেয়ারম্যান কর্মীদের রবিবারও কাজের পরামর্শ দেন অর্থার সপ্তাহে ৯০ ঘণ্টা কাজের কথা বলেন, তাঁর বেতন ৫১ কোটি। এন এস সুব্রক্ষ্মণম যে বেতন পান, তা মধ্যমমানের কর্মীদের তুলনায় ৫৩৪.৫৭ বার বেশি বলে পরিসংখ্যানে প্রকাশ।
রিপোর্টে প্রকাশ, এস এন সুব্রক্ষ্মণমের বেসিক বেতন ৩.৬ কোটি। সেই সঙ্গে ১.৬৭ কোটি অন্যান্য বিষয়ে বেতনের সঙ্গে যোগ হয়। রয়েছে ৩৫.২৮ কোটির কমিশন। সেই সঙ্গে অবসরগ্রহণের বেনিফিট হিসেবে আরও ১০.৫ কোটি পান এস এন সুব্রক্ষ্মণম। সবকিছু মিলিয়ে এল অ্যান্ড টি-এর চেয়ারম্যান ৫১ কোটি টাকা করে বেতন পান। যে রিপোর্ট সামনে আসার পর তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।
বহমূল্য বেতন পাওয়া একটি প্রথম সারির কোম্পানির সিইও কীভাবে কর্মীদের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজের পরামর্শ দেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।