L&T (Photo Credit: Wikipedia)

দিল্লি, ৯ জানুয়ারি: নারায়ণ মূর্তির (Narayana Murthy) পর এস এন সুব্রক্ষ্মণম (S. N. Subrahmanyan), এল অ্যান্ড টি-এর চেয়ারম্যান পরামর্শ দিলেন ৯০ ঘণ্টা কাজের। এল অ্যান্ড টি-এর চেয়ারম্যান এস এন সুব্রক্ষ্মণম জানান, প্রত্যেক কর্মীর উচিত সপ্তাহে ৯০ ঘণ্টা করে অফিসের কাজ করা। অর্থাৎ সুব্রক্ষ্মণমও কর্মীদের ৯০ ঘণ্টা করে প্রত্যেক সপ্তাহের কাজের পরামর্শ দেন। যা নিয়ে কর্পোরেট জগতে ফের জোর চর্চা শুরু হয়েছে। শুধু তাই নয়, কর্মীদের দিয়ে যদি তিনি রবিবারও কাজ করাতে পারেন, তাহলে তিনি খুশি হবেন। কারণ তিনি নিজেও রবিবার কাজ করেন বলে মন্তব্য করেন এল অ্যান্ড টি-এর চেয়ারম্যান।

দেখুন এব অ্যান্ড টি-এর চেয়ারম্যান কী বললেন...

 

এসবের পাশাপাশি এস এন সুব্রক্ষ্মণম আরও বলেন, রবিবার বাড়িতে বসে কর্মীরা কী করবেন? কতক্ষণ কেউ তাঁর স্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন?  স্ত্রীও বা কতক্ষণ স্বামীর মুখের দিকে চেয়ে থাকবেন? তার চেয়ে অফিসে বসে কাজ করা উচিত বলে এল অ্যান্ড টি-এর চেয়ারম্যানকে মন্তব্য করতে শোনা যায় । যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়।

এর আগে ইনফোসিসেের কর্ণধর নারায়ণমূর্তি এই ধরনের মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। এবার সেই একই পথ নিয়ে আলোচনায় উঠে আসেন সুব্রক্ষ্মণম।