বিগত কয়েকমাসে কলকাতাসহ বাংলার বিভিন্ন প্রান্তে দুষ্কৃতি তাণ্ডব বেড়েছে। সেই সঙ্গে উদ্ধার হচ্ছে অসংখ্য বেআইনি অস্ত্র। এই কেসের তদন্তে নেমে বিহার যোগের প্রমাণও পেয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। এবার এই পড়শি রাজ্যে তল্লাশি অভিযানে নেমে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র কারখানা। সেই সঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়েছে বৃহস্পতিবার বিহারের মধুবনিতে খুটাউনা বাজারে তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ ও বিহার পুলিশের যৌথ বাহিনী। একটি দোকানের মধ্যে উদ্ধার হয়েছে অস্ত্র কারখানা।
যন্ত্রাংশ বিক্রির আড়ালে বানানো হত অস্ত্র
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বাজারের মধ্যে যন্ত্রাংশ বিক্রি একটি কারখানার মধ্যে উদ্ধার হয়েছে একাধিক ৭ এমএম পিস্তল, পিস্তল ব্যারেল, স্নাইডার, লেড মেশিন, ড্রিল মেশিন, মিলিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, গ্রিলিং মেশিন সহ একাধিক অস্ত্র বানানোর সরঞ্জাম। এই কারখানায় তল্লাশি চালিয়ে দোকানের মালিক ইস্তেক আলম ও ইফতেকার আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
বাড়িতেই বানানো হচ্ছে অস্ত্র
তাঁদের জেরা করে জানা যায় ওই এলাকায় আরও একটি কারখানা রয়েছে। এরপর ওই এলাকাতেই একটি বাড়িতে হানা দেয় পুলিশ। রাজু কুমার শাহ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েও দেখা যায় যে অস্ত্র কারখানার একাধিক সরঞ্জাম রয়েছে। ফলে তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ।