করাচি: ফের পাকিস্তানে (Pakistan) ধ্বংস করা হল (demolished) একটি হিন্দু মন্দির (Hindu temple)। অভিযোগ, রাতে বিদ্যুৎ (Electricity) বন্ধ করে বুলডোজার (Bulldozers) ও ডিগার (diggers) দিয়ে ধ্বংস করে দেওয়া হল করাচির (Karachi) ১৫০ বছরের মারি মাতা মন্দির (Mari Mata Temple)। ঘটনাটি ঘটেছে করাচির সোলজার বাজ্জার (Soldier Bazaar) এলাকায়।
পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার লোডশেডিং চলছিল করাচির সোলজার বাজার এলাকার মুখী চহিতরাম রোডে। সোলজার বাজ্জার পুলিশ স্টেশনের খুব কাছে থাকা এই এলাকায় কিছু মানুষ বুলজোডার ও ডিগার নিয়ে এসে ১৫০ বছরের পুরনো ওই মন্দিরের প্রধান গেট থেকে শুরু করে বাইরের দেওয়াল সমেত পুরো মন্দিরটিই ধ্বংস করে দেয়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, ঘটনাস্থলে মন্দিরটি ধ্বংস করার কাজে যে বুলডোজার ও ডিগার ব্যবহার করা হচ্ছিল তা পাহারা দিতে সেখানে পুলিশের একটি গাড়িও ছিল। মানে পুলিশের প্রত্যক্ষ মদতে ঘটনাটি ঘটাচ্ছিল দুষ্কৃতীরা। আরও পড়ুন: গিলগিট বালটিস্তানের গিরিখাতে বাস পড়ে মৃত ৫, জখম ১৩
Pak: 150-year-old Hindu temple demolished in Karachi
Read @ANI Story | https://t.co/Zmi43geMQA#Pakistan #Karachi #TempleDemolished pic.twitter.com/XJuuBY6VJG
— ANI Digital (@ani_digital) July 16, 2023