IDF (Photo Credit: X)

দিল্লি, ১৬ সেপ্টেম্বর: ইয়েমেনের (Yemen) হোদাইদা বন্দর থেকে সবাই সরে যান। হোদাইদা বন্দরে কেউ থাকবেন না। প্রত্যেকে সরে যান। ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে প্রত্যেককে সরে যাওয়ার কথা বলা হয় বেঞ্জামিন নেতানিয়াহুর তরফে। ইয়েমেনের হোদাইদা বন্দরে হামলা চলবে। ফলে যত তাড়াতাড়ি সম্ভব বন্দর যেন প্রত্যেকে ছেড়ে দেন বলে সতর্কতা জারি করা হয় বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের তরফে। অর্থাৎ এবার ইয়েমেনে বলেকয়ে হামলা চালাতে চলেছে ইজরায়েল (Israel)।

আরও পড়ুন: Israel Attacks In Qatar: 'হামলার জন্য তৈরি', ট্রাম্পকে পাশে নিয়ে হুমকি দিচ্ছে ইজরায়েল?

ইজরায়েলি সেনার কমান্ডার ইয়েমেনের সাধারণ মানুষকে সতর্ক করেন। হোদাইদা বন্দর এবং তার আশপাশের এলাকায় যদি কেউ থাকেন, তাহলে যেন তাঁরা প্রত্যেকে সেখান থেকে সরে  যান। কিছুক্ষণের মধ্যেই ওই বন্দিরে হামলা চালানো হবে। তাই প্রত্য়েকে দোহাইদা থেকে দূরত্ব বজায় রাখুন বলে চূড়ান্ত সতর্কতায় জানানো হয়েছে ইজরায়েলের তরফে।

ইয়েমেনের সাধারণ মানুষের উপর যাতে কোনওভাবে হামলার আঘাত না হয়, তার জন্যই প্রত্য়েককে সতর্ক করা হয়েছে।