Benjamin Netanyahu (Photo Credits: X)

দিল্লি, ১৫ সেপ্টেম্বর: হামাসের (Hamas) শীর্ষ নেতৃত্বের খোঁজে কাতারে (Qatar) হামলা চালিয়েছে ইজরায়েল (Israel)। যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে সমালোচনা শুরু হয়েছে। হামাসের খোঁজে কাতারের দোহায় হামলা চালিয়ে সে দেশকে নেতানিয়াহু আঘাত করেছেন বলে জোর সমালোচনা শুরু হয়। এবার যার উত্তর দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী (Israel PM Benjamin Netanyahu)।

বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, কাতারে বোমা ফেলেছে ইজরায়েল। এই ঘটনার সম্পূর্ণ দায় নিতে ইজরায়েল তৈরি। হামাসের শীর্ষ নেতাদের খোঁজেই ইজরায়েল হামলা চালিয়েছে দোহায় (Doha)। এমন মন্তব্য করেন নেতানিয়াহু। মার্কিন প্রতিনিধি মার্কো রুবিয়োকে সঙ্গে নিয়ে নেতানিয়াহু বলেন, কাতার যদি পালটা হামলা চালায়, তার জন্য প্রস্তুত তাঁরা। আমেরিকা এবং  ইজরায়েল নিজেদের দেশকে রক্ষার জন্য সব সময় প্রস্তুত বলেও মন্তব্য করতে শোনা যায় নেতানিয়াহুকে।

আরও পড়ুন: Indian Detained In US: আমেরিকায় আটক ভারতীয় বৃদ্ধা, ৩০ বছর ধরে মার্কিন মুলুকে থাকা হরজিৎকে তুলে নিয়ে গেল ট্রাম্পের লোকজন

এসবের পাশাপাশি নিজেদের দেশকে রক্ষা করতে ইজরায়েল এবং আমেরিকা একযোগে কাজ করবে বলেও সাংবাদিক সম্মেলন থেকে মন্তব্য করতে শোনা যায় নেতানিয়াহুকে।

মার্কো রুবিয়ো বর্তমানে জেরুজ়ালেমে রয়েছেন। যে জেরুজ়ালেমে সম্প্রতি হামলা চালানো হয়। নেতানিয়াহু বলেন, মার্কো রুবিয়োর জেরুজ়ালেমে হাজিরা থেকে স্পষ্ট, আমেরিকা সব সময় ইজরায়েলের পাশে রয়েছে। মন্তব্য করেন নেতানিয়াহু।

ইজরায়েলের কাতারে হামলার প্রসঙ্গে মুখ খোলা হয় ভারতের তরফেও। ইজরায়েল যেভাবে কাতারের দোহায় হামলা চালিয়েছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাতারে ইজরায়েলের হামলার তীব্র নিন্দা করা হয় প্রধানমন্ত্রী মোদীর তরফে স্পষ্টভাবে।