দিল্লি, ১৫ সেপ্টেম্বর: আমেরিকার (Indian In US) সঙ্গে ভারতের যখন শুল্ক (India-US Tariff War) যুদ্ধ চলছে, সেই সময় প্রকাশ্যে এল আরও একটি বড় খবর। এবার আমেরিকায় গ্রেফতার করা হল ৭৩ বছরের এক বৃদ্ধাকে (Indian woman)। গত ৩৩ বছর ধরে যিনি আমেরিকায় বসবাস করছেন এবার তাঁকে গ্রেফতার করল আইসিই। চলতি সপ্তাহেই ওই ভারতীয়কে আইসিই-র তরফে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। ধৃতের নাম হরজিৎ কউর। কেন বছর ৭৩-এর বৃদ্ধাকে ওইভাবে গ্রেফতার করা হল, তা নিয়ে ধ্বন্দ ছড়িয়েছে। সেই সঙ্গে প্রতিবাদ, বিক্ষোভও হয়েছে শুরু।
উত্তর ক্যালিফোর্নিয়ার ইস্ট বে রিজিয়নে গত ৩০ বছর ধরে বসবাস করেন হরজিৎ কউর। অথচ গত সোমবার হরজিৎ কউরকে আইসিই হঠাৎ করেই গ্রেফতার করে। হরজিৎ কউর নামে ওই বৃদ্ধাকে জানানো হয়, তিনি যেন শিগগিরই সান ফ্রান্সিসকোতে যান এবং যে সমস্ত পেপার ওয়ার্ক বা আইনি লেখালেখির কাজ রয়েছে আইনিভাবে, তা যেন সম্পূর্ণ করেন। এরপরই হরজিৎকে আটক করা হয়।
৭৩ বছরের বৃদ্ধাকে গ্রেফতারির পর তাঁর পরিবার-সহ শিখ সম্প্রদায়ের (Indian Woman Detained In US) বহু মানুষ রাস্তায় নামেন এবং বিক্ষোভ শুরু করেন। এই মুহূর্তে হরজিৎ কউর নামে ওই ভারতীয় বংশোদ্ভুদ বৃদ্ধাকে বাকেরসফিল্ডের যে ডিটেনশন ক্যাম্প রয়েছে, সেখানে আটকে রাখা হয়েছে।
জানা যায়, ১৯৯২ সালে হরজিৎ কউর প্রথম আমেরিকায় পা রাখেন। ২ ছেলেকে সঙ্গে নিয়ে ওই শিখ মহিলা আমেরিকায় পাড়ি দেন। সিঙ্গল মাদার অর্থাৎ একা মা হিসেবেই দুই ছেলেকে নিয়ে আমেরিকায় যান হরজিৎ কউর নামের ওই ভারতীয়।
১৯৯২ সালে আমেরিকায় গেলেও, ২০১২ সালে পর্যন্ত ওই শিখ মহিলাকে আমেরিকা অ্য়াসাইলামে ঠাঁই দেয়নি। ফলে তিনি সান ফ্রান্সিসকোর অভিবাসী দফতরে প্রত্যেক ৬ মাস অন্তর যান এবং আইসিই-র সামনে হাজিরা দেওয়া শুরু করেন। গত ১৩ বছর ধরে হরজিৎ কউর এই হাজিরা দেওয়া কাজ শুরু করেছেন বলে জানান তাঁর পুত্রবধূ মনজি কউর।
গত ২ দশকের বেশি সময় ধরে হরজিৎ কউর আমেরিকার একটি পোশাকের দোকানে কর্মরত। সেখানে কাজ করেই তিনি দুই সন্তানকে লালন করেন। অথচ হরজিৎ কউরকে ৩০ বছর পর আইসিই আটক করায়, শিখ সম্প্রদায়ের মানুষের মধ্য রাগ, ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে।
হরজিৎ কউর অসুস্থ। বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের অসুখে তিনি ভুগছেন। ফলে আটকের পর তাঁর স্বাস্থ্যের অবনতি হতে পারে বলে পরিবারের তরফে বার বার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।