Israeli Hospital (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৯ জুন: ইরানের (Iran) পালটা প্রত্যাঘ্য়ত। এবার ইজরায়েলের (Israel) সোরোকা হাসপাতালে হামলা শুরু করল ইরান। ইজরায়েলের ১ হাজার বেডের যে সোরোকা হাসপাতালে আছড়ে পড়তে শুরু করেছে ইরানের মিসাইল (Iranian Missile)। ফলে সোরোকা হাসপাতালে দ্রুত ছড়ায় আতঙ্ক। মানুষ দিকবিদিক জ্ঞানশূণ্য হয়ে হাসপাতাল থেকে পালাতে শুরু করেন। হাসপাতালে (Hospital) ভর্তি রোগীদের যাতে কোনওভাবে আঘাত না লাগে, তার জন্য সক্রিয় হয়ে ওঠেন প্রশাসনের কর্মীরা। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, নার্স এবং চিকিৎসা কর্মীদেরও সরানোর কাজ শুরু করে আইডিএফ।

ইরান যেভাবে সোরোকা হাসপাতালকে নিশানা করে হামলা চালাতে শুরু করে, তার জেরে চরম আতঙ্ক আজ ছড়ায় তেহরানে। মানুষ প্রাণ হাতে নিয়ে ছুটে পালাতে শুরু করেন। গোটা হাসপাতাল ধোঁয়ায় ভরে যায়। ফলে তড়িঘড়ি সেখান থেকে প্রত্যেককে সরানোর কাজ শুরু করে ইজরায়েলি বাহিনী।

আরও পড়ুন: Iran's Arak Nuclear Site Hit By Israel: আকাশ থেকে ঝরে পড়ছে আগুন, ইরানের আরক পরমাণু শক্তিকেন্দ্রে হামলা ইজরায়েলের, বিকিরণের আতঙ্কে সরানো হচ্ছে মানুষকে দেখুন

দেখুন সোরোকা হাসপাতালের সেই ভিডিয়ো...

 

তবে উদ্ধার কাজ যেভাবেই হোক না কেন, ইরানের মিসাইলের আঘাতে সোরোকা হাসপাতালে পরপর ৪৭ জন আহত হন বলে জানা যায় এএফপির খবরে। দক্ষিণ ইজরায়েলের সবচেয়ে বড় মেডিকেল সেন্টার হল এই সোরোকা হাসপাতাল। এবার সেখানেই হামলা চালায় ইরানের মিসাইল।

ইজরায়েলি সংবাদ চ্যানেলে যে ফুটেজ দেখানো হয়, সেখানে সোরোকা থেকে কালো ধাঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠতে শুরু করে। সেই সঙ্গে সাধারণমানুষের চেঁচামেচিও শুরু হয়ে যায়।