Israel Hit Iran (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৯ জুন: ইরানের (Iran) আরক পরমাণু শক্তিকেন্দ্রে আঘাত করল ইজরায়েল (Israel)। দক্ষিণপশ্চিম তেহরানে (Tehran) যে আরক পরমাণু শক্তিকেন্দ্র (Arak Nuclear Site ) রয়েছে, সেখানে আঘাত করা হয়  ইজরায়েলি সেনার (IDF) তরফে। এফ-১৫১ নামে একটি যুদ্ধ বিমান আঘাত করে ইরানের আরক পরমাণু শক্তিকেন্দ্রে। আরক পরমাণু শক্তিকেন্দ্রে হামলার জেরে সেখান থেকে বিকিরণ হবে কি না, তা নিয়ে সংশয় ছড়িয়েছে ইরান জুড়ে। আরক পরমাণু শক্তিকেন্দ্রে ইজরায়েলের (Israel-Iran War) যুদ্ধ বিমান আঘাত করতেই, সেখান থেকে তড়িঘড়ি উপায়ে কর্মীদের সরানোর কাজ শুরু হয়।

আরও পড়ুন: Ayatollah Ali Khamenei: খোমেইনির পতন কি আসন্ন? ইরানের পরবর্তী ধর্মগুরু হিসেবে নাম উঠছে এই ৫ জনের, জানুন পরিচয়

দেখুন সেই ছবি এবং ভিডিয়ো কীভাবে আরক পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইজরায়েল...

 

ইরানের আরক পরমাণু শক্তিকেন্দ্রে ইজরায়েল যখন হামলা শুরু করেছে, সেই সময় নেতানিয়াহুর দেশে পালটা আঘাত করা হয় তেহরানের তরফে। ইজরায়েলের অন্যতম বড় হাসপাতাল সোরোকা মেডিকেল সেন্টারে ইরানের মিসাইল আছড়ে পড়তে শুরু করে। সোরোকা মেডিকেল সেন্টারে ইরানের মিসাইল আছড়ে পড়তে শুরু করে, সেই সময় সেখান থেকে রোগীদের যেমন সরানোর কাজ শুরু হয়, তেমনি কর্মীদেরও সরিয়ে নিয়ে যাওয়া হয়। সবকিছু মিলিয়ে ইরান এবং ইজরায়েলের যুদ্ধের সপ্তম দিনে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়তে শুরু করে হু হু করে।

এদিকে ইজরায়েলকে সাহায্য করতে ইরানের উপর হামলা চালাতে পার আমেরিকা। এই সম্ভাবনা প্রবলভাবে দেখা যায় ট্রাম্পের ট্য়ুইটের পর। তবে ইরানের উপর হামলা চালাতে ইজরায়েলকে ঠিক কীভাবে সাহায্য করবে আমেরিকা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।