দিল্লি, ৯ অক্টোবর: গাজার (Gaza) মত পরিস্থিতি তৈরি হবে। এবার এভাবেই সুর চড়ালেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) লেবাননের (Lebanon) বিরুদ্ধে। লেবাননকে সতর্ক করে নেতানিয়াহু বলেন, সীমান্ত সন্ত্রাসে লেবানন যদি হেজবুল্লা (Hezbollah) জঙ্গিদের মদত দেয়, তাহলে যে পরিণতি গাজার হয়েছে, তেমন ছবিই দেখা যাবে লেবাননে। হেজবুল্লা জঙ্গিদের মদত দিতে গিয়ে লেবানন যদি কোনওভাবে ইজরায়েলের বিরুদ্ধাচারণ করে, তাহলে কোনওভাবে রেয়াত করা হবে না। হেজবুল্লা জঙ্গিদের খতম করতে লেবাননে হামলা চালাতে ইজরায়েল কখনও পিছপা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে নেতানিয়াহুর নয়া ভিডিয়ো মেসেজে।
শুনুন কী বললেন নেতানিয়াহু...
لديكم فرصة لإنقاذ لبنان قبل أن يقع في هاوية حرب طويلة من شأنها أن تؤدي إلى الدمار والمعاناة كما نراه في غزة. pic.twitter.com/sLcxXvSh7X
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) October 8, 2024
আরও পড়ুন: Israel-Iran War: বেরুইটে হামলা ইজরায়েলের, খোঁজ মিলছে না Iran Quds Force Commander ইসমাইল কানির
হেজবুল্লার কবজা থেকে নিজেদের মুক্ত করুন। লেবানিজ মানুষদের ফের এভালেই সতর্ক করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাই হেজবুল্লার হাত থেকে নিজেদের মুক্ত করলে, গাজার মত আর ফল ভোগ করতে হবে না বলেও ইজরায়েলের প্রধানমন্ত্রীর তরফে কড়া সতর্কতা জারি করা হয়েছে।