Rishi Sunak (Photo Credit: Twitter)

ব্রিটেনে প্যালেস্তাইনের মিছিলে কেন লাঠি চালানো হল, তা নিয়ে প্রশ্ন তোলেন সুনকের মন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। যা নিয়ে গত সপ্তাহেই সুনকের মন্ত্রিসভার প্রশ্নের মুখে পড়তে হয় সুয়েলাকে। শোনা যায়, প্যাবলেস্তাইনের মিছিলে পুলিশের লাঠি নিয়ে প্রশ্ন তোলায় সুয়েলাকে বরখাস্ত করা হতে পারে মন্ত্রিসভা থেকে। সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। ব্রিটেনের মন্ত্রী সুয়েলাকে  বরখাস্ত করেন প্রধানমন্ত্রী ঋষি সুনক। রয়টার্সের খবর অনুযায়ী, সুয়েলা ব্রেভারম্যানকে ব্রিটেনের মন্ত্রিসভা ছাড়ার কথা বলেন সুনক। পাশাপাশি সুয়েলা যাতে সরকারি সিদ্ধান্ত মেনে নেন, সে বিষয়েও পরামর্শ দেন। যার উত্তরে বিবৃতি প্রকাশ করেন সুয়েলা। দেশের হয়ে কাজ করতে পেরে তিনি গর্বিত। দেশের স্বরাষ্ট্র সচিবের পদে থেকে তিনি যে কাজ করতে পেরেছেন, তার জন্য নিজেকে ধন্য মনে করেন বলেও  মন্তব্য করেন সুয়েলা ব্রেভারম্যান।

প্রসঙ্গত ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর তেল আভিভে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। এমনকী, হামাস জঙ্গি নিধনে ব্রিটেন সব সময় ইজরায়েলের পাশে রয়েছে বলেও আশ্বাস দেন ঋষি সুনক।