ইজরায়েল হামাস যুদ্ধের মধ্যেই ইজরায়েলে পৌছলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএর ডিরেক্টর উইলিয়াম জে বার্নস। যুদ্ধের মধ্যেই যাতে নির্দিষ্ট টার্গেটের ওপর ভিত্তি করে আক্রমন করা হয় এবং সাধারণ মানুষের সুবিধার্থে যাতে যুদ্ধে সামান্য বিরতি ঘোষণা করা হয় তার জন্য ইজরায়েলকে চাপ দিতে এই সফর বলে মনে করা হচ্ছে।
পণবন্দীদের খুঁজে বের করতে তেল আভিবকে সাহায্য দেওয়ার বিষয়ে সাহায্য করতে চাইছে ওয়াশিংটন। হামাসের সাথে যুদ্ধের আগে যাতে তথ্য ইজরায়েলকে দেওয়া যায় সেই বিষয়টিও করতে চাইছে ইজরায়েল।
যুদ্ধ ঘোষণা হওয়ার পর থেকে ক্রমাগত ইজরায়েলে যাত্রা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি এই যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়েও নজর রাখছেন তারা।
৭ ই অক্টোবরের পর থেকে বিমান হামলার মাধ্যমে গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে ইজরায়েল। মধ্যপ্রাচ্যে এবং ইজরায়েলের সঙ্গে বার্নের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কমানোর জন্য ইজরায়েলকে মিলিটারি ক্যাম্পেনের মাধ্যমে কাজ করার উপদেশ দেওয়া হয়েছে। যদিও মার্কিন যুক্ররাষ্ট্রের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়নি ইজরায়েল।
CIA Director arrives in Israel amid raging conflict
Read @ANI Story | https://t.co/m0uLM6KtVU#IsraelHamasConflict #CIA #WilliamBurns pic.twitter.com/UAvE7nlKHL
— ANI Digital (@ani_digital) November 6, 2023