ওয়াশিটন ডিসিতে যে ইজরায়েলের (Israel) দূতাবাস রয়েছে, সেখানে নিজেকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলেন এক সেনা কর্মী। ওয়াশিংটন ডিসির ওই ইজরায়েল দূতাবাসের সামনে নিজেকে আগুন দিয়ে জ্বালানোর চেষ্টা করে 'প্যালেস্তাইনকে মুক্ত করুন' বলে চিৎকার জুড়ে দেন ওই সেনা কর্মী। শরীরে আগুন ধরিয়ে দিয়ে আরোন বুশনেল বলেন, নিজেকে জ্বালিয়ে দেওয়া অত্যন্ত কঠিন কিন্তু তার থেকেও বেশি যন্ত্রণাদায়ক গাজার ঘটনা। গাজায় যেভাবে গণহত্যা হচ্ছে, সেই যন্ত্রণা মেনে নেওয়া কঠিন বলে চিৎকার করতে শুরু করেন আরোন বুশনেল (Aaron Bushnell)। নিজের শরীরে আগুন ধরানোর পর গুরুতর জখম হন আরোন বুশনেল। অত্যন্ত জখম অবস্থায় ওই প্রাক্তন সেনাকর্মীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আরোন বুশনেলের চিকিৎসা চলছে বলে খবর।
দেখুন ট্যুইট...
𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆| A former American soldier sets himself on fire in front of the occupation embassy in Washington, chanting “Free Palestine,” and says that burning himself is a terrible thing, but it is not as terrible as what is taking place in Gaza. pic.twitter.com/ZOkwCq6tRU
— Mawtini (@MawtiniLevent) February 25, 2024
গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস (Hamas)। ইজরায়েলে হামলার পর হামাস সেখানে প্রায় ১৪০০ মানুষকে হত্যা করে। ইজরায়েলে হামাসের হামলার পর আইডিএফের তরফে গাজায় পালটা হানাদারি চালানো হয়। প্রথমে আকাশপথে, তারপর থেকে গাজায় একের পর এক অনুপ্রবেশ চালিয়ে হামাসের খোঁজ শুরু করে ইজরায়েলি সেনা। যা নিয়ে জোর তরজা শুরু হয়ে যায় প্রায় গোটা বিশ্ব জুড়ে।
এমনকী আগামী ১০ মার্চের মধ্যে হামাস যদি ইজায়েলের সমস্ত পণবন্দিকে মুক্ত না করে, তাহলে দক্ষিণ গাডার অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর রাফা তছনছ করে দেওয়া হবে বলে সুর চড়ানো হয় ইজরায়েলের তরফে।