কয়েক ঘণ্টা আগেও শোনা যাচ্ছিল যুদ্ধবিরতি চলবে। কিন্তু আচমকাই বদলে গেল পরিস্থিতি। অভিযোগ-পাল্টা অভিযোগের পর ইজরায়েল-হামাসের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ ফের শুরু হল। ঠিক সাতদিন পর শেষ হল সংঘর্ষবিরতি বা যুদ্ধবিরতি। আবার গাজা, জেনিন থেকে আসতে শুরু করেছে হামলা, আক্রমণের খবর। ইজরায়েলের অভিযোগ, রাজধানী তেল আভিভকে উদ্দেশ্য করে একের পর এক মিসাইল উড়ে আসতে থাকে গাজা ভূ খণ্ড থেকে। তারপরই তারা পাল্টা আক্রমণের পথে গিয়েছে।
সংঘর্ষবিরতি শেষ ঘোষণা করেছে ইজরায়েলের এক মুখপাত্র। হামাসের অভিযোগ, বিশ্বাসঘাতকতা, চুক্তিভেঙে গাজায় আবার মানবাধিকার লঙ্ঘন করে আক্রমণ করেছে ইজরায়েল বাহিনী। সংঘর্ষবিরতির খবর আসতে না আসতেই উত্তর গাজা থেকে আসছে ভয়াবহ বিস্ফোরণের খবর। আরও পড়ুন-ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির মাঝে কেরলে ইজরায়েলি মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ মালায়লি স্বামীর বিরুদ্ধে
দেখুন এক্স
The #Israel 🇮🇱-#Hamas 🇵🇸 #ceasefire has ended. #Gunfire and explosions have been reported in the northern #Gaza Strip.#نواف_الاحمد_الصباح#CeasefireNOW#FreeFreePalestine#Truce#CeaseFireInGaza#CeasefireNOW#CeaseFirelnGazaNOW pic.twitter.com/Ie3Gka5oip
— know the Unknown (@imurpartha) December 1, 2023
টানা ৪৭ দিন গাজায় বোমা বর্ষণের পর গত শুক্রবার থেকে হামাসের সঙ্গে চারদিনের সংঘর্ষ বিরতিতে যায় ইজরায়েল। এরপর থেকে চুক্তি মত গত ৭ অক্টোবর সীমান্ত টপকে মাথায় বন্দুক ধরে পণবন্দি করে গাজায় নিয়ে যাওয়া ইজরায়েলি ও বিদেশীদের মুক্তি করছে হামাস।পাল্টা তাদের দেশে আটকা থাকা হামাস ও প্যালেস্টাইনের জঙ্গি/স্বাধীনতা সংগ্রামীদেরও মুক্তি দিচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু-এর দেশ।
সংঘর্ষবিরতি হওয়ায় আমেরিকা, আরব দুনিয়া সহ গোটা বিশ্বের বিভিন্ন দেশ মানবিক সাহায্য পৌঁছতে শুরু করে গাজায়। খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধ পেয়ে রক্তাক্ত গাজা অক্সিজেন পেয়ে স্বস্তি পাচ্ছে। গত সোমবার চার দিনের সংঘর্ষবিরতি শেষ হয়। কিন্তু দু পক্ষের আলোচনার পর আরও দু দিন বাড়ানো হয় সংঘর্ষবিরতি। জারি থাকা পণবন্দি ও বন্দি প্রত্যাপর্ণ চুক্তি। এরপর সবাইকে স্বস্তি দিয়ে বাড়ছে সংঘর্ষবিরতি। সংঘর্ষবিরতি বাড়া নিয়ে ইজরায়েল সরকারের শর্ত ছিল, রোজ তাদের ১০ জন করে পণবন্দিদের মুক্তি দিলে আরও অন্তত দশদিন তারা চুপ থাকবে। হামাস সেই শর্তে মোটের ওপর রাজি হয়েছিল খবর। গতকাল, বৃহস্পতিবার রাতে ইজরায়েলের ৬ পণবন্দিদের মুক্তি দেয় হামাস। অন্যদিকে, ৩০ জন প্যালেস্টাইন বন্দিকে মুক্তি দিল ইজরায়েল।