প্রতীকী ছবি

কোল্লাম, ১ ডিসেম্বরঃ ইজরায়েল-হামাসের যুদ্ধে (Israel-Hamas War) নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। কয়েক হাজার প্রাণের বলি আর গাজার উপর ধ্বংসলীলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতিতে গিয়েছে ইজরায়েল (Israel)। ৪৭ দিন গাজায় (Gaza) বোমা বর্ষণের পর গত শুক্রবার থেকে হামাসের (Hamas) সঙ্গে চারদিনের সংঘর্ষবিরতিতে সম্মতি জানায় বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। শর্ত মেনে দুই পক্ষই মুক্তি দেয় পণবন্দীদের। তবে দু পক্ষের আলোচনার পর আরও দু দিন বাড়ানো হয় সংঘর্ষবিরতি। এরই মাঝে কেরলের (Kerala) কোল্লাম জেলার কোডিমুক্কুতে এক ইজরায়েলি মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর মালায়লি স্বামীর বিরুদ্ধে।

আর পড়ুনঃ সংঘর্ষবিরতি বেড়ে অষ্টম দিনে, আরও ৬ ইজরায়েলি পণবন্দিকে মুক্তি হামাসের

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ৩৬ বছরের ইজরায়েলি মহিলা সতভাকে খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী কৃষ্ণচন্দ্রন। গুরুতর আহত অবস্থায় স্বামী স্ত্রী দুজনকেই তিরুবনন্তপুরম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মহিলাকে প্রাণে বাঁচানো যায়নি। দণ্ডবিধির অধীনে ৩০২ ধারায় মামলা দায়ের করে ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ মায়ের প্রেমিকের যৌন লালসার শিকার কিশোরী, আইনের চরম শাস্তি মহিলাকে