Israel Attacks Gaza During Eid (Photo Credit: X)

দিল্লি, ৯ এপ্রিল: গাজায় (Gaza) ক্রমাগত হামলা করছে ইজরায়েল (Israel)। যুদ্ধ বিরতি চুক্তির মাঝেই একের পর এক হামলা হচ্ছে গাজায়। যা নিয়ে বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে। গাজার বিভিন্ন অংশের সঙ্গে যখন রাফা গুঁড়িয়ে দেওয়া হয়, তা নিয়ে চাঞ্চল্য ছড়ায় গোটা বিশ্ব। রাফার মত গুরুত্বপূর্ণ শহরে ধ্বংস হতে শুরু করে একের পর এক বাড়িঘর। রাফার পরিস্থিতি চোখে জল নিয়ে আসে মানুষের। এসবের মধ্যে রাষ্ট্রসংঘের (UN) একটি রিপোর্ট সামনে এল।

জানা যাচ্ছে, গাজায় ৪ লক্ষ মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে। আকাশ পথে বোমার মাঝে ইজরায়েল যখন থেকে প্যালেস্তাইনের এই ভূখণ্ডে প্রবেশ করে হামলা শুরু করে, তার জেরে যুদ্ধ বিরতি চুক্তি হামাসের সঙ্গে হওয়ার পরও ৪ লক্ষ মানুষকে ভিটেমাটি থেক উৎখাত করা হয়েছে।

আরও পড়ুন: Gaza Is Dying Video: 'মৃত্যুপুরী গাজা', খান ইউনিসের তাবুতে বোমা বৃষ্টি, ইজরায়েলের 'নারকীয়' হামলায় ঝলসে মৃত্যু, দেখুন নির্মম ভিডিয়ো

গাজা জুড়ে যে সমস্ত মানুষকে তাঁদের বাড়িঘর ছাড়তে হয়েছে, তাঁদের ন্যূনতম থাকার ব্যবস্থা যেমন নেই, তেমনি খাবার, ওষুধও নেই। ফলে গাজার মানুষের বর্তমানে যেভাবে দিন কাটছে, তা নিয়ে উদ্বিগ্ন প্রায় গোটা বিশ্ব। যুদ্ধ বিরতি চলাকালীন ইজরায়েল কীভাবে হামলা চালায় গাজায় এবং সেখান থেকে কয়েক লক্ষ মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে।

গাজার কয়েক লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করার যে খর রাষ্ট্রসংঘের তরফে প্রকাশ করা হয়েছে, তার জেরে অশনি সঙ্কেত দেখছে প্রায় গোটা বিশ্ব।

প্রসঙ্গত ২০২৩ সালের  ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়ে ১৪০০ মানুষকে হত্যা করে হামাস (Hamas) জঙ্গিরা। ইজরায়েলে হামলার পরদিনই গাজায় পালটা হামলা চালায় আইডিএফ। ৭ অক্টোবরের পণবন্দিদের মুক্ত করার কথা বলে গাজাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে ইজরায়েলি বাহিনী।