
দিল্লি, ৭ এপ্রিল: গাজায় (Gaza) চলছে ধ্বংসলীলা। এবার গাজার খান ইউনিস Khan Younis) শহরে হামলা চালাল ইজরায়েল (Israel)। খান ইউনিস শহরে যে অস্থায় তাবুগুলি তৈরি করা হয়েছে সেখান হামলা চালায় ইজরায়েলি বাহিনী। দাউ দাউ করে জ্বলতে শুরু করে খান ইউনিস শহরের বেশ কয়েকটি তাবু। যার জেরে সেখান থাকা এক সাংবাদিকের মৃত্যু হয়। ইজরায়েলের বোমার আঘাতে তাবু যখন দাউ দাউ করে জ্বলতে শুরু করে, সেখানেই জ্ব্যান্ত দগ্ধ হয়ে প্রাণ যায় এক সাংবাদিকের। সেই সঙ্গে আরও একজন আহত বলে খবর।
রিপোর্টে প্রকাশ, খান ইউনিস শহরের ওই অস্থায়ী তাবুটি যখন দাউ দাউ করে জ্বলতে শুরু করে, তার মাঝে ফেঁসে যান ওই সাংবাদিক। তাবুর ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। ফলে বোমার আগুনেই তাঁর মৃত্যু হয়। যে নির্মমতার ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা দেখে শিউরে উঠতে শুরু করেছেন গোটা বিশ্বের মানুষ।
দেখুন গাজার তাবুতে ঝলসে মৃত্যু সাংবাদিকের...
BREAKING:
Israel just carried out an airstrike targeting journalists’ tents in Khan Younis, Gaza. One journalist was killed, and journalist Hassan Aslih was severely injured.
Footage shows the tents burning with a journalist trapped inside. They couldn’t save him… pic.twitter.com/Hw3klEInsd
— Suppressed News. (@SuppressedNws) April 7, 2025
হামাস যদি ইজরায়েলের পণবন্দিদের মুক্ত না করে, তাহলে তার ফল ভুগতে হবে। 'গাজাকে নরকের পথ দেখিয়ে দেব।' মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে পদে সম্প্রতি এমনই মন্তব্য করতে শোনা যায় ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্যের কয়েকদিনর পর থেকে গাজায় জোরদার হামলা শুরু করে ইজরায়েল।
যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইজরায়েল কেন গাজায় হামলা শুরু করে, সেই প্রশ্নের উত্তর মেলেনি। তবে ইজরায়েলের বোমার আঘাতে ভেঙে পড়তে শুরু করে গাজার একের পর এক বহুতল। যার জেরে নিমেষে 'মৃত্যুপুরীতে' পরিণত হতে শুরু করে গাজা।
গাজার অন্যতম গুরুত্বপূর্ণ শহর রাফায় যেভাবে হামলা চালানো হয়, তার জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় ওই শহর। তাইতো রাফাকে বর্তমানে মৃতের শহর, ধ্বংসের শহর বললেও কোনও অত্যুক্তি হয় না।