দিল্লি, ১৬ সেপ্টেম্বর: গাজ়া (Gaza) থেকে শুরু করে ইয়েমেন (Yemen), একের পর এক দেশে হামলা শুরু করেছে ইজরায়েল (Israel)। ইয়েমেনের হোদাইদা বন্দরে হামলা চালানো হবে। শিগগিরই বন্দর ছাড়ুন। এমন হুঁশিয়ারি দেওয়া হয় ইজরায়েলি বাহিনীর তরফে। ওই হুঁশিয়ারির পর কয়েক ঘণ্টার মধ্যেই ইয়েমেনের হোদাইদা বন্দরে হামলা শুরু করল ইজরায়েল।
আকাশ পথে হামলা চালানো হয় ইয়েমেনের হোদাইদা বন্দরে (Yemen's Hodeidah Port)। রিপোর্ট অনুযায়ী, পরপর ১২টি এয়ার স্ট্রাইক চালানো হয়েছে হোদাইদা বন্দরে। আকাশপথে হোদাইদার ৩টি ডকে হামলা চালায় ইজরায়েল। আইডিএফ যখন হামলা চালাতে শুরু করে, হোদাইদা বন্দর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে আকাশে উড়তে শুরু করে।
প্রসঙ্গত ইয়েমেনের দোহাইদা বন্দের হামলা হবে। ফলে প্রত্যেকে বন্দর ছাড়ুন বলে স্পষ্ট জানায় ইজরায়েল। আইডিএফের ওই সতর্কতার পরপরই হোদাইদা বন্দরে আকাশ পথে একের পর এক হামলা শুরু করে আইডিএফ।
আরও পড়ুন: Israel Warns Yemen: 'আমরা আসছি, বন্দর ছাড়ুন', ইয়েমেনে হামলার সরাসরি হুমকি ইজরায়েলের
দেখুন ইয়েমেনে কীভাবে হামলা শুরু করেছে ইজরায়েল...
BIG BREAKING
Israel has LAUNCHED airstrikes on Yemen’s Hodeidah port, a KEY Red Sea hub
— 12 airstrikes have HIT 3 docks so far. pic.twitter.com/u3dZaWwPCC
— Megh Updates ™ (@MeghUpdates) September 16, 2025
হোদাইদা বন্দর হল হাউথি জঙ্গিদের ঘাঁটি। তাই সেখানে হামলা চালানো হবে। ফলে সাধারণ মানুষ হোদাইদা বন্দরে থাকলে, তাঁরা সরে যান। এমন সতর্কবার্তা দেওয়া হয় ইজরায়েলের তরফে। তবে উদ্ধার কাজ শুরু হতে না হতেই ইজরায়েল আকাশ পথে পরপর ১২টি হামলা চালায় ইজরায়েল।
ইয়েমেনের পাশাপাশি গাজ়াও (Gaza) হামলা শুরু করেছে ইজরায়েল। গাজ়াকে ক্রমাগত ধ্বংস করতে একের পর এক বোমা ফেলতে শুরু করা হয়েছে আইডিএফের তরফে।