Iran attacks American air base in Qatar. (Photo Credits: X)

Iran Attacks American Air base: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-কে সরাসরি জবাব দিতে নামল ইরান (Iran)। তাদের দেশের মাটিতে পরমাণু কেন্দ্রের হামলা নিয়ে আর শুধু কথায় নয়, ট্রাম্পকে পাল্টা দিয়ে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাল ইরান। কাতারের আল উদিইদ এয়ার বেসে (Al Udeid Air Base) থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান থেকে উড়ে এল অন্তত ৬টি অতি শক্তিশালী মিসাইল। মধ্য প্রাচ্যের মধ্যে আমেরিকার সবচেয়ে বড় বায়ুসেনার সামরিক ঘাঁটি আছে কাতারেই। প্রায় ১০ হাজার মার্কিন সেনা কাতারে মার্কিন বায়ুসেনার ঘাঁটিতেই থাকেন।

ইরানের হানায় কাতারে মার্কিন সেনাঘাঁটিতে কী ক্ষতি হল

কাতার তার সাধ্যমত ইরানের মিসাইল প্রতিহত করার চেষ্টা করল, তবে কিছু মিসাইল কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে আছড়ে পড়ে বলে খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন হোয়াইটহাউসে ডিফেন্স সচিব, সেনা প্রধানদের বিশেষ বৈক করে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করছেন বলে খবর। খুব সম্ভবত এবার ইরানে সরাসরি হামলা করবে মার্কিন বোমারু বিমান। কাতার জানিয়েছে, তাদের দেশে মার্কিন বায়ুসেনার ঘাঁটিতে ইরানের মিসাইল ব্যারেজে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের সংবাদমাধ্যমে অবশ্য দাবি, তাদের মিসাইল হানায় ভেঙে পড়েছে দুটি মার্কিন বোমারু বিমান। তবে এই খবরের সত্যতা এখনও প্রমাণ হয়নি।

দেখুন কীভাবে কাতারে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালাল ইরান 

 

কাতারে মার্কিন বায়ুসেনার ঘাঁটিতে ইরানের হামলার কয়েক ঘণ্টা আগে তাদের আকাশ পথ বন্ধ করেছিল কাতার। কিন্তু এরপরও ইরান সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে কাতারের আকাশে ভয়াবহ মিসাইলের বন্যা বইয়ে দেয়। তাদের দেশে ইরানের হামলার নিন্দা করেছে কাতার। নিজেদের রক্ষার্থে ইরানে আক্রমণ করার হুঁশিয়ারও দিয়েছে কাতার। কাতারের রাজ পরিবারের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কও দারুণ, ক দিন আগেই ট্রাম্পকে একটা বিলাসবহুল বিমান উপহার দেয় কাতারের রাজপরিবার।