Narendra Modi. (Photo Credits: Twitter)

বার্লিন, ২ মে: তিন দিনের ইউরোপ সফরে আজ, সোমবার জার্মানিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, ২ মে থেকে ৬ মে ইউরোপে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্লিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে উপস্থিত হন সেখানকার প্রবাসী ভারতীয়রা। মোদীকে দেখে ভারতমাতা কী জয় বলে স্লোগান দিতে থাকেন। এক খুদে প্রধানমন্ত্রীকে তার আঁকা ছবি দেখান। খুদের আঁকা মোদীর ছবিতে সই করেন নমো। একেবারে আন্তরিকভাবে মোদীকে অভিনন্দন জানান বার্লিনের প্রবাসী ভারতীয়রা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্লিনে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে বক্তৃতা দেবেন। এক ঘণ্টা তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তার মধ্যে বক্তৃতা দেবেন ৪৫ মিনিট। বার্লিনে পুরোপুরি ভর্তি সভাগৃহ প্রধানমন্ত্রীর সভায় হাজির থাকছেন ২ হাজার প্রবাসী ভারতীয়।

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দেখা করার কথা প্রধানমন্ত্রী মোদীর। জার্মানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন মোদী। ইউক্রেন নিয়ে ভারতের অবস্থানও জার্মান সরকারে জানাবেন ভারতের প্রধানমন্ত্রী। বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তিও সারতে পারেন তিনি।

দেখুন ভিডিও

জার্মানি সফর সেরে মোদী মঙ্গলবার যাবেন ডেনমার্কে। বার্লিনের মত মঙ্গলবার ডেনমার্কের কোপেনহেগেনেও প্রবাসী ভারতীয়দের সভায় হাজির থাকার কথা মোদীর। কোপেনহেগেন দেড় হাজার প্রবাসী ভারতীয়দের সমাবেশে হাজির থাকতে চলেছেন মোদী। বুধবার ফ্রান্সের প্যারিসে যাওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রী। সেখানে পুননির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মোদী।