ইসলামাবাদ, ১ জুন: প্রবল বৃষ্টি (Heavy Rain) এবং বজ্রপাতের (Thunderstorm) জেরে পাকিস্তানে মৃত্যু হল ১০ জনের। আহত ৩ জন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওই ঘটনা সংবাদমাধ্যমে উঠে আসতেই, তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।
রিপোর্ট প্রকাশ, পাঞ্জাবের (Punjab) ওকারায় বেশ কয়েকদিন ধরে জোর বৃষ্টিপাত শুরু হয়। যার জেরে ওকারার তারিকাবাদে একটি বাড়ির ছাদ ধ্বসে পড়ে। যার জেরে একই বাড়ির ৮ জনের মৃত্যু হয়। আহত হন ৩ জন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,প্রবল বৃষ্টির জেরে তারিকাবাদ এলাকার যে বাড়ির ছাদ ভেঙে পড়ে, ঘটনাস্থলেই পরপর ৮ জনের মৃত্যু হয়। ঘটনার আকষ্মিকতায় শোরগোল শুরু হলে স্থানীয়রা হাজির হন সেখানে। এরপর ধ্বংসস্তূপের নীচ থেকে ৮ জনের মৃতেদহ উদ্ধার করে, আহত ৩ জনকে নিয়ে যান হাসপাতালে।
জানা যাচ্ছে, যে ৮ জনের মৃত্যু হয়, তার মধ্যে রয়েছেন ৩ মহিলা এবং ৪ শিশু।
আরও পড়ুন: Maharashtra: ভয়াবহ ছবি, মহারাষ্ট্রের আহমেদনগরে মে মাসে ৯,৯২৮ জন শিশু করোনায় আক্রান্ত
ওই ঘটনার পর হুজরা শাহ মুকিম এলাকায় দেওয়াল ধ্বসে আরও ১ জনের মৃত্যু হয়। তবা শেখ সিং জেলায় বজ্রপাতের জেরে মৃত্যু হয় আরও ১ জনের।
পাকিস্তানের (Pakistan) আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বেশ কয়েকদিন ধরে সে দেশে প্রবল বৃষ্টিপাত চলবে। যার জেরে পাকিস্তানের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
ভারতে (India) যখন কখনও তকতে আবার কখনও য়াসের (Yaas) জেরে বিভিন্ন রাজ্য বিধ্বস্ত, সেই সময় পড়শি দেশেও বৃষ্টিপাতের জেরে একের পর এক মৃত্যুর খবর মিলছে।