Maharashtra: ভয়াবহ ছবি, মহারাষ্ট্রের আহমেদনগরে মে মাসে ৯,৯২৮ জন শিশু করোনায় আক্রান্ত
বাড়ছে শিশুদের মধ্যে পজিটিভি রেট

মুম্বই, ১ জুন: গোটা দেশ জুড়ে ক্রমশ কমছে করোনা (Corona) সংক্রমণ। দিল্লির পর মহারাষ্ট্র জুড়েও করোনার গ্রাফ ক্রমশ নিম্নমুখী বলে খবর। এসবের মাঝে এবার হঠাৎ করে প্রকাশ্যে এল ভয়াবহ খবর।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মে মাসে মহারাষ্ট্রের আহমেদনগরে ৯,৯২৮ জন শিশু, কিশোর করোনায় (COVID 19) আক্রান্ত হয়েছে। যাদের প্রত্যেকের বয়স ১৮-র নীচে। আহমেদনগরের জলোশাসক রাজেন্দ্র ভোঁসলে ওই খবর জানান।

আরও পড়ুন: Karan Mehra: স্ত্রীর সঙ্গে চরম অশান্তি, গ্রেফতারির পর জামিনে মুক্ত অভিনেতা করণ মেহরা

সূত্র অনুযায়ী, মে মাসে যে  ৯,৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে, তাঁদের মধ্যে ৮৯ জনের বয়স ১ বছরের মধ্যে। ৩,০৫২ জনের বয়স ১ থেকে ১০ বছরের মধ্যে। ৬,৭৮৭ জনের বয়স ১১ থেকে ১৮-র মধ্যে। মহারাষ্ট্রের আহমেদনগরে শিশুদের মধ্যে কোভিড আক্রান্তের পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে যায়।

পজিটিভি রেট বাড়ার পর, শিশুদের (Children) মধ্যেও সেই একই ধারা লক্ষ্য করা  যায়। এপ্রিল মাসে ৭৭৬০ জন শিশু থেকে কিশোর করোনায় আক্রান্ত হয়। মে মাসে হু হু করে বেড়ে যায় আক্রান্তের সংখ্যা।