খালিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনকে (Gurpatwant Pannun) খুনের ষড়যন্ত্রে অভিযুক্ত নন নিখিল গুপ্তা (Nikhil Gupta)। এবার মার্কিন আদালতে এমনই জানালেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা। সোমবার নিখিল গুপ্তাকে নিউ ইয়র্কের ফডারেল কোর্টে তোলা হলে, সেখানে দাবি করা হয়, বিচ্ছিন্নতাবাদী নেতা পান্নুনকে খুনের ষড়যন্ত্র তিনি করেননি। নিজের আইনজীবী জেফরির মাধ্যমে ফেডারেল কোর্টে নিখিল গুপ্তা আবেদন করেন তিনি পান্নুনকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ কোনওভাবে যুক্ত নন। প্রসঙ্গত খালিস্তানি জঙ্গি গুরপতওয়াত সিংকে খুনের ষড়যন্ত্রে নিখিল গুপ্তা দোষী সাব্যস্ত হলে, বিদেশের মাটিতে তাঁর ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
দেখুন ট্যুইট...
Nikhil Gupta, who has been accused of being involved in a 'murder-for-hire' plot against a Khalistani separatist, has told a federal court here that he is not guilty.
Appearing before Magistrate Judge James Cott on Monday, he made the "not guilty" plea through his lawyer Jeffrey… pic.twitter.com/x6ZQgCpuke
— IANS (@ians_india) June 18, 2024