Photo Credits: IANS

খালিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনকে (Gurpatwant Pannun) খুনের ষড়যন্ত্রে অভিযুক্ত নন নিখিল গুপ্তা (Nikhil Gupta)। এবার মার্কিন আদালতে এমনই জানালেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা। সোমবার নিখিল গুপ্তাকে নিউ ইয়র্কের ফডারেল কোর্টে তোলা হলে, সেখানে দাবি করা হয়, বিচ্ছিন্নতাবাদী নেতা পান্নুনকে খুনের ষড়যন্ত্র তিনি করেননি। নিজের আইনজীবী জেফরির মাধ্যমে ফেডারেল কোর্টে নিখিল গুপ্তা আবেদন করেন তিনি পান্নুনকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ কোনওভাবে যুক্ত নন। প্রসঙ্গত খালিস্তানি জঙ্গি গুরপতওয়াত সিংকে খুনের ষড়যন্ত্রে নিখিল গুপ্তা দোষী সাব্যস্ত হলে, বিদেশের মাটিতে তাঁর ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

আরও পড়ুন: Gurpatwant Singh Pannun: খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিখিল গুপ্তার যোগের অভিযোগ, বাইডেন সরকারের মত জানতে চাইল মার্কিন আদালত

দেখুন ট্যুইট...