photo ANI

ইজরায়েল হামাসের যুদ্ধের কেন্দ্রবিন্দু এখন হাসপাতাল। হাসপাতাল থেকেই নাকি কার্যকলাপ চালাচ্ছে হামাস এই দাবিতে বেশ কয়েকটি হাসপাতালে ইতিমধ্যেই হামলা চালিয়েছে আইডিএফ। এবার সেই হামলার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন বাইডেন।তিনি জানান, যে হাসপাতালকে অবশ্যই রক্ষা করার দিকে জোর দেন তিনি।

ইজরায়েলি ফোর্সের তরফে জানানো হয়েছিল যে হাসপাতালকে যুদ্ধের ঘাটি হিসেবে তৈরী করা হলে তা আর্ন্তজাতিক যে সুরক্ষকবচ তা হারিয়ে ফেলবে হাসপাতালগুলি। তাদের অভিযোগ আলশিফা হাসপাতালে হামাসের ঘাটি রয়েছে যার মাধ্যমে তার গাজায় হামলা চালিয়ে যাচ্ছে হামাস।

মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে সামান্য যুদ্ধবিরতির মধ্যে দিয়ে যাতে পণবন্দিদের ফিরিয়ে নিয়ে আসা যায় সেই বিষয়ে র ওপর লক্ষঅয রাখতে হবে। পণবন্দিদের ফিরিয়ে নিয়ে আসার জন্য কাতার আলোচনা চালাচ্ছে। এর মাধ্যমে ফলপ্রসু কিছু বেরোবে বলে জানিয়েছেন তিনি। তবে এর মধ্যেই হাসপাতালকে আবশ্যিকভাবে সুরক্ষিত রাখার কথাও জানান বাইডেন।

এদিকে নেতানিয়াহুর তরফে আল শিফা হাসপাতালকে খালি করার কথা জানানো হয়েছে। তার মধ্যে হাসপাতাল না খালি করা কোন কারণ নেই। হাসপাতাল থেকে রোগীদের না বের করলে পরিস্থিতি আরও খারপ হবে বলে জানিয়েছেন তিনি।

জ্বালানী ও বিদ্যুতের কারণে আল শিফা এবং আল কুদস হাসপাতালে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এই পরিস্থিতিতে যদি রোগীদের ছেড়ে দেওয়া হয় তাহলে ৭০০ রোগীর মৃত্যু হবে বলে জানিয়েছেন হাসপাতালের ডিরেক্টর জেনারেল।এই পরিস্থিতির দিকে দাড়িয়ে যুদ্ধ কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার।