লন্ডন, ১৯ জানুয়ারি: পলাতক কিংফিশার কর্তা বিজয় মালিয়ার (Vijay Mallya)সুইস ব্যাংক অ্যাকাউন্টে অসঙ্গতি খুঁজে পেয়েছে ইংল্যান্ডের হাইকোর্ট। তারপরেই মধ্য লন্ডনে তাকা বিলাসবহুল বাড়ি থেকে তাঁকে অপমানজনক নির্বাসন দেওয়া হয়েছে। এই মাল্টি মিলিয়ন পাউন্ডের সম্পত্তিকে সুইস ব্যাংক ইউ বিএস- এর কাছে মর্টগেজ রেখেছিলেন বিজয় মালিয়া। ব্রিটিশ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কর্ণওয়াল টেরেসের কাছে, রিজেন্ট পার্ক থেকে মিনিট খানেকের দূরত্বে মালিয়ার এই বাসভবন। যার খুব কাছে রয়েছে ইংল্যান্ডের অন্যতম আকর্ষণ মাদাম তুসোর মিউজিয়াম।ওই বাড়িতে ছেলে সিদ্ধার্থ ও ৯৫ বছরের মা ললিথাকে নিয়ে বসবাস করছেন বিজয় মালিয়া। গত ২০২০-র এপ্রিলের মধ্যে ইউবিএস-এর ঋণ শোধ করার কথা থাকলেও মালিয়া তা করতে পারেননি। আরও পড়ুন- Coronavirus Cases In India: এক ধাক্কায় ৩ লাখ ছুঁই ছুঁই নতুন সংক্রামিত, দেশে ফের বাড়ছে করোনা
গত মঙ্গলবার ইংল্যান্ডের হাইকোর্টে মালিয়ার মামলার শুনানি ছিল। এজলাসে তাঁর আইনজীবী বিচারপতিকে ওই বাড়িতে থাকার আবেদন জানালেও তা গ্রাহ্য হয়নি। মালিয়াকে বাড়ি ছাড়তে বললেও কোভিড আইনের কারণে তা এখনই সম্ভব নয়।
জানা গেছে, এই বাড়িটি ছাড়াও ইংল্যান্ডে মালিয়া পরিবারের প্রচুর সম্পত্তি রয়েছে। এর মধ্যে উত্তর লন্ডনের হার্টফোর্ডশায়ারে রয়েছে আরও একটি বাড়ি। ৯ হাজার কোটি টাকার জালিয়াতি কেস থেকে বাঁচতে ২০১৬-র মার্চে ফেরার হয়ে যান বিজয় মালিয়া। এর জেরে বন্ধ হয়ে যায় মালিয়াদের কিংফিশার এয়ারলাইন্স। সেই থেকেই তিনি ইংল্যান্ডে বসবাস করছেন। যদিও জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন বিজয় মালিয়া। গত তিন বছর ধরে ইংল্যান্ডের হাইকোর্টের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারত সরকারের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ইন্টারপোলের সাহায্যে মালিয়াকে দেশে প্রত্যার্পনের চেষ্টা হচ্ছে।