বিপর্যয়ের মাঝে বিপর্যয়। দাবানলের মাঝে বিমান দুর্ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানলের দাপট কিছুতেই থামানো যাচ্ছে না। হত ১১, ১০ হাজারের বেশী বাড়ি পুড়ে ছারখার, প্রায় ২ লক্ষ মানুষ গৃহহীন। তীব্র হাওয়ায় দাবানলের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়ছে। দিনরাত এক করে পরিশ্রম করে চলা দমকল বাহিনীর সদস্যদের কাজটা কঠিন হচ্ছে। ছোট্ট বিমানের মাধ্যমে দাবানলের আগুন নেভানোর কাজ চলছে।
দাবানলের আগুন নেভানোর জন্য সঠিক জায়গায় প্রচুর জল ঢালার প্রয়োজন হয়। বিমান ছাড়া এই কাজ করা প্রায় অসম্ভব। বিমানে চড়ে জল বহন করে এনে, আগুনের যতটা সম্ভব কাছে যেতে হয়। আর এই কাজ করতে গিয়েই লস অ্য়াঞ্জেলসের রাস্তায় ভেঙে পড়ল দমকলাহিনীর একটি ছোট্ট বিমান। বিমানের চালক ঘটনাস্থলেই মারা যান বলে খবর।
দেখুন বিমান ভেঙে পড়ার ভিডিয়ো
🚨 TERRIFYING 📷
Watch the HAUNTING moment when firefighting planes COLLIDE in the midst of' fiery apocalypse.
The relentless California fires claim even our heroes. 📷📷#lafires #LosAngelesFires #LAWildfires #CaliforniaFires #LAInferno #BraveFirefighters pic.twitter.com/PRJroha5jY
— know the Unknown (@imurpartha) January 11, 2025
দেখুন লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানলের ভিডিয়ো
🚨 SHOCKING DRONE FOOTAGE 🚨
The aftermath of the LA fires is truly devastating! 🌋🔥
Thousands of homes obliterated
5 lives lost
Over 2,000 structures reduced to ashes
130,000+ residents evacuated
Forecasters predict more fire weather until Friday night! 🌬️🔥
Good news… pic.twitter.com/YkNSN3rKpk
— know the Unknown (@imurpartha) January 9, 2025
দাবানলের আগুন নিভিয়ে ফেরার পথে রাস্তার একটি লাইটপোস্ট জাতীয় জিনিসের সঙ্গে ধাক্কায় বিমানটি ভেঙে পড়ে। রাস্তায় চলাকলাকারী একটি গাড়ি থেকে তোলা ক্যামেরায় বিমান ভেঙে পড়ার মুহূর্তটি ধরা পড়ে। বিমানটি রাস্তায় ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায়।