Elon Musk AI: টেক জগতের বিতর্কিত উদ্যোক্তা ও দুনিয়ার ধনীতম ব্যক্তি ইলন মাস্ক ফের চমকে দিলেন ভবিষ্যদ্বাণীতে। তাঁর মতে, আর খুব বেশি দেরি নেই, কৃত্রিম বুদ্ধিমত্তা এমন জায়গায় পৌঁছবে, যেখানে ঐতিহ্যগত চাকরি আর বাধ্যতামূলক কিছুই থাকবে না। মানুষ চাইলে কাজ করবে, না চাইলে নয়। দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক বললেন,"আপনি ব্যক্তিগত তৃপ্তির জন্য কাজ করতে পারেন, তবে সব কাজই করবে এআই। প্রকৃত উৎপাদনশীল শ্রম থেকে ইঞ্জিনিয়ারিং, চিকিতসা সংক্রান্ত কাজ, ওয়েবসাইট তৈরি সহ সব ধরনের কোডিং সবটাই সামলাবে কৃত্রিম বুদ্ধিমত্তা।"
মানুষ যত এআই নির্ভর হবে ততই মুনাফা বাড়বে মাস্কের
টেসলা, স্পেসএক্স-এর সিইও মাস্কের দাবি, মানুষের চেয়ে অনেক দ্রুত, দক্ষতার সঙ্গে সবকাজ করে দেবে এআই, রোবট। প্রসঙ্গত, টেসলা সিইও-র এখন সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে এআই ও রোবট তৈরিতে। তাই তিনি বারবার দাবি করে আসছেন, আর মানুষের প্রয়োজন হবে না, কৃত্রিম বুদ্ধিমত্তাই শেষ কথা হতে চলেছে নিকট ভবিষ্যতে। মানুষ যত এআই নির্ভর হয়ে পড়বে ততই আরও ধনী হতে শুরু করবেন মাস্ক।
মানুষ আগামী দিনে শুয়ে বসেই কাটাবে, কাজ করবে শুধু এআই, রোবট:মাস্ক
মাস্কের দাবি, ভবিষ্যতে মানুষের থাকবে 'হাই ইউনিভার্সাল ইনকাম', আর জীবনের বড় অংশটাই কাটবে অবসরে। একটি সমৃদ্ধ ‘লেশার ইকোনমি’, যেখানে কাজ নয়, ভোগ ও সৃজনশীলতাই মূল ফোকাস। তবে সবচেয়ে বড় প্রশ্নটা হল, এই বিপুল এআই-উৎপাদিত সম্পদ জনগণের মধ্যে ভাগ করে দেওয়ার দায়িত্ব নেবে কে? মাস্ক ইঙ্গিত দিয়েছেন, সরকারগুলিকেই সামনে আসতে হবে। কিন্তু এআই-সম্পত্তির পুনর্বণ্টন কার্যত বিশ্ব অর্থনীতিতে বিস্ফোরণ ঘটাতে পারে। রাজনৈতিক ক্ষেত্রেও শুরু হতে পারে নতুন টানাপোড়েন। তাহলে কি এটাই পুঁজিবাদের শেষ অধ্যায়? নাকি আবারও ইলনের নতুন কোনও কল্পনা। আলোচনা তুঙ্গে।