প্রবল ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ভানুয়াতু (Vanuatu)। ১৭ ডিসেম্বর হঠাৎ করেই ভানুয়াতুর পোর্ট ভিলা জোর ঝটকায় কেঁপে ওঠে। রিখটার স্কেলে মঙ্গলবারের কম্পনের মাত্রা ছিল ৭.৪। যার জেরে পোর্ট ভিলার সমস্ত বাড়িঘর কারযত থরথর করে নড়তে শুরু করে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে সুনামি সতর্কতা জারি করা হয়। যে কোনও সময় ভানুয়াতুতে সুনামি হাজির হতে পারে প্রবল বেগে। শক্তিশালী কম্পনের পর এভাবেই জারি করা হয় জোরদার সতর্কতা। ৭.৪ মাত্রার জোরদার কম্পনের জেরে গোটা এলাকার বাড়িঘর যেমন নড়ে ওঠে, তেমনি বহুতল থেকে একের পর এক জিনিসপত্র গড়িয়ে নীচে পড়তে শুরু করে। প্রবল কম্পনের জেরে ভানুয়াতুতে যে মার্কিন দূতাবাস রয়েছে, সেখানকার জিনসপত্র ছড়িয়ে ছিটিয়ে মাটিতে এসে পড়তে শুরু করে।
দেখুন প্রবল কম্পনে কীভাবে নড়ে ওঠে ভানুয়াতু...
#BREAKING A powerful 7.4 magnitude earthquake struck Vanuatu on December 17, 2024, causing damaged US Embassy
Initial reports indicate significant damage to infrastructure, homes, and buildings.#earthquake #Vanuatu pic.twitter.com/t7P0A2iooL
— The_Virginian (@Shoehorn1984) December 17, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)