দিল্লি, ১৭ ডিসেম্বর: প্য়ালেস্তাইন (Palestine) লেখা ব্যাগ নিয়ে সোমবার সংসদে প্রবেশ করেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কংগ্রেস সাংসদের ওই ছবি দেখে তাঁর প্রশংসা করেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন। জওহরলাল নেহেরুর মত একজন স্বাধীনতা সংগ্রামীর নাতনি বিরোধীদের মাঝে নিজের মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। পাকিস্তানের সংদে যাঁরা রয়েছেন, তাঁদের এহেন সাহসের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন সে দেশের প্রাক্তন মন্ত্রী।
নিজের এক্স হ্যান্ডেলে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের প্রশংসা করেন এবং সেই সঙ্গে উঠে আসে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নামও। প্রসঙ্গত ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তানের মন্ত্রী ছিলেন ফাওয়াদ হুসেন। এবার সেই প্রাক্তন ইমরান খানের মন্ত্রকের মন্ত্রীই প্রিয়াঙ্কা গান্ধীর প্যালেস্তাইন পদক্ষেপের প্রশংসা করে মুখ খোলেন।
প্রসঙ্গত ১৬ ডিসেম্বর প্যালেস্তাইন লেখা ব্যাগ কাধে নিয়ে সংসদে প্রবেশ করেন নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি যে প্যালেস্তাইনের মানুষের পাশে রয়েছেন, তা কার্যত স্পষ্ট করে দেন সোনিয়া-কন্যা।