Priyanka Gandhi (Photo Credits: X)

নয়া দিল্লি, ১৬ ডিসেম্বরঃ কেরলের ওয়েনাড় (Wayanad) আসন থেকে উপনির্বাচনে জিতে সাংসদ হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। শীতকালীন অধিবেশন দিয়েই প্রিয়াঙ্কার সংসদ যাত্রা শুরু। সদ্য সংসদ ভবনে সনিয়া কন্যাকে 'প্যালেস্টাইন' (Palestine) লেখা একটি ব্যাগ কাঁধে নিয়ে দেখা গেল। যুদ্ধে জর্জরিত প্যালেস্টাইনকে নিজের সমর্থন জানিয়ে এই প্রতীকী ব্যাগ নিয়ে সংসদ ভবনে  প্রবেশ করেন প্রিয়াঙ্কা।

গত বছর অক্টোবরে ইজরায়েল (Israel) ভূখণ্ডে হামাস (Hamas) জঙ্গি সংগঠন হামলা করে। সেই গণহত্যার ঘটনার পর পালটা হামলা করে ইজরায়েল বাহিনীও। যুদ্ধ বেঁধে যায় ইজরায়েল এবং প্যালেস্টাইনের গাজা মদতপুষ্ট হামাসবাহিনীর মধ্যে। ইজরায়েলি সেনার হামলায় গাজায় কয়েক হাজার প্যালেস্টাইনবাসীর মৃত্যু হয়েছে। শান্তির বার্তা দিয়ে প্যালেস্টাইনকে নিজের সমর্থন জানিয়ে প্রতীকী ব্যাগ বহন করলেন ওয়েনাড় সাংসদ।

'প্যালেস্টাইন' লেখা ব্যাগ কাঁধে সংসদ ভবনে প্রিয়াঙ্কা গান্ধী... 

তবে প্যালেস্টাইনকে (Palestine) সমর্থন করতে গিয়ে নেটিজেনের কটাক্ষের মুখে পড়লেন প্রিয়াঙ্কা। আজ ১৬ ডিসেম্বর, বিজয় দিবস (Vijay Diwas 2024)।  ১৯৭১ সালে আজকের দিনেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনে ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের (Pakistan) প্রায় ৯৩ হাজার সেনা। স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠিত হয়েছিল বাংলাদেশ। সেই ইন্দিরা গান্ধীর নাতনি হয়ে বিজয় দিবসে হামাসের মত একটি জঙ্গি সংগঠনকে সমর্থন করা ঠিক নয় বলেই মত নেটবাসীর।