ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: Getty Images)

ওয়াশিংটন, ৪ সেপ্টেম্বর: আগামী ৩ নভেম্বর মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে খেলা জমে উঠেছে। ওই দিন অন্তত দুটো করে ভোট দিন। একটি ইমেলের মাধ্যমে অন্যটি ভোট কেন্দ্রে গিয়ে। উত্তর ক্যারোলিনার বাসিন্দাদের কাছে এমনই আবেদন রেখেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রেসিডেন্টের এহেন বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভোট জালিয়াতির অভিযোগে সরগরম মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরেই ফেসবুকের তরফে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্যের জন্য ভিডিও সরিয়ে ফেলা হবে। ফেসবুকের মুখমাত্র জানিয়েছেন, ভোট জালিয়াতি নিষিদ্ধ আইনকে লঙ্ঘন করছে রাষ্ট্রপতির মন্তব্যের ভিডিও। যদি ভালোয় ভালোয় তথ্য বদলে শেয়ার করা হয় তো ঠিক আছে, নাহলে পোস্ট সরিয়ে ফেলবে ফেসবুক। আরও পড়ুন-Coronavirus Cases In India: ১ দিনে সংক্রামিত ৮৩ হাজার ৩৪১ জন, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩৯.৩৬ লাখ

টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প ফের মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে বসে চেয়ে জনগণের কাছে দুবার ভোট দেওয়ার আবেদন করেছেন। একারমে টুইটারের তরফেও তাঁকে সাবধান করা হয়েছে। স্থানীয় এক টেলিভিশন চ্যানেল ভোট সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলিনার বাসিন্দাদের উদ্দেশে বলেন, তাঁরা য়েন ৩ নভেম্বর সকালে ইমেলে ভোটাধিকার প্রয়োগ করেন। পরে বেলার দিকে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে আবার ভোট দিন। এদিকে কোনওরকম তথ্যপ্রমাণ ছাড়াই ট্রাম্প বলেছেন যে, ইমেলের মাধ্যমে ভোট হলে জালিয়াতি বাড়বে। এককথায় নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিঘ্ন ঘটাবে এই ইমেল ভোট। এদিকে মার্কিন মুলুকের বেশ কয়েকটি স্টেটে করোনার প্রকোপ হু হু করে বেড়েছে। সংক্রমণ ঠেকাতেই সেসব জায়গায় ইমেল ভোটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আর তাতেই সায় নেই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও ট্রাম্পের দুর্ভাবনাকে উড়িয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন মুলুকে ভোট জালিয়াতি একটি দুর্লভ সমস্যা।