নতুন দিল্লি, ৪ সেপ্টেম্বর: বৃহস্পতিবার সারাদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ৮৩ হাজার ৩৪১ জন। সবমিলিয়ে দেশে এই মুহূর্তে করোনায় আক্রান্ত ৩৯ লাখ ৩৬ হাজার ৭৪৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে গতকাল করোনার বলি ১ হাজার ৯ জন। এখনও পর্যন্ত দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৬৮ হাজার ৪৭২ জন। এই মুহূর্তে দেশে সংক্রামিতর সংখ্যা ৮ লাখ ৩১ হাজার ১২৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩০ লাখ ৩৭ হাজার ১৫২ জন। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, দেশে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৭৭ শতাংশেরও বেশি। এবং ভারতে করোনায় মৃত্যুর হার ১.৭৫ শতাংশেরও কম।
এএনআই টুইট
India's #COVID19 tally crosses 39-lakh mark with single-day spike of 83,341 new cases & 1,096 deaths reported in the last 24 hours.
The total case tally stands at 39,36,748 including 8,31,124 active cases, 30,37,152 cured/discharged/migrated & 68,472 deaths: Ministry of Health pic.twitter.com/YjinTx57DJ
— ANI (@ANI) September 4, 2020
আইসিএমআর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দেশে ৪ কোটি ৬৬ লক্ষ ৭৯ হাজার ১৪৫টি নমুনার করোনা টেস্ট হয়েছে। শুধু ৩ সেপ্টেম্বরেই ১১ লক্ষ ৬৯ হাজার ৭৬৫টি নমুনার করোনা টেস্ট হয়। ১৮ হাজার ১০৫ জন নতুন আক্রান্তকে নিয়ে মহারাষ্ট্রে কোভিড পরিস্থিতি খুবই ভয়াবহ। সেখানে মোট করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ৪৩ হাজার ৮৪৪৪ জন। ২৫ হাজার ৫০০-রও বেশি মানুষ ওই রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন। মহারাষ্ট্রে প্রতি চার মিনিট অন্তর ১ জনের মৃত্যু হচ্ছে। একইভাবে প্রতি ঘণ্টায় ৭৫৪ জন নতুন করে আক্রান্ত হচ্ছেন। সুস্থতার হার ৭২.৪৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭২.৫৮ শতাংশ। মৃত্যুর হার ৩.৩ শতাংশ। মহারাষ্ট্র ছাড়াও এই মুহূর্তে করোনা বিধ্বস্ত রাজ্যগুলির অন্যতম তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও দিল্লি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় করোনা বিধ্বস্ত দেশ ভারত। আরও পড়ুন-COVID-19 Vaccine Update: শিয়রে প্রেসিডেন্ট নির্বাচন, পয়লা নভেম্বরেই সম্ভাব্য করোনাভাইরাস ভ্যাকসিনের বিতরণ শুরু মার্কিন মুলুকে
সর্বোপরি বিশ্বে মোট করোনা আক্রান্ত ২৬.২ মিলিয়ন ছাড়িয়েছে। শুক্রবার সকালে জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬২ লাখ ৮ হাজার ৬৯০। মৃতের সংখ্যা বেড়ে ৮ লাখ ৬৭ হাজার ২১৯। ৬১ লাখ ৪৯ হাজার ২৬৫ জন আক্রান্তকে নিয়ে করোনার শীর্ষে আমেরিকা। সেখানে মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৮৬ হাজার ৫৮৫ জন। ৪০ লাখ ৪১ হাজার ৬৩৮ জন আক্রান্তকে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েচে ব্রাজিল। মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ২ হাজার ৬১৪ জন।