Gold. (Photo Credits: X)

কলকাতাঃ রাত পোহালেই অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya)। আর তার আগে ক্রমশ বেড়েই চলেছে সোনার দাম (Gold Price)। আগেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনা। তবে মাঝে কিছুটা কমেছিল দাম। কিন্তু আবার উরধ্মুখী সোনালী ধাতুর দর। আজ ২৯ এপ্রিল কলকাতায় ১০ গ্রাম খাঁটি সোনার দাম ৯৫,৯৫০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯১,২০০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,২০০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯০,০১০ টাকা। দিল্লিতে আবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনা বিকোচ্ছে ৯৮,৩০০ টাকায়। আর ২২ ক্যারেটের দাম ৯০,১৬০ টাকা। অন্যদিকে পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯০,০১০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,২০০ টাকা।

ফের বাড়ল সোনার দাম, মঙ্গলে সোনালী ধাতুর দর কত?

গুজরাটে ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,২৫০ টাকা। ৯০,০৬০ টাকায় মিলছে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা। জয়পুরে আবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,৩০০ টাকা। ২২ ক্যারেটের দাম ৯০,১৬০ টাকা। বেঙ্গালুরুতে খাঁটি সোনার দাম ৯৮,২০০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ৯০,০১০ টাকা। রাত পোহালে অক্ষয় তৃতীয়া। বাঙালি মতে এই দিন সোনা বা রূপো কেনা শুভ বলে বিবেচিত হয়। কিন্তু সোনার দাম আকাশ ছোঁয়ায় এবার চাপ বেড়েছে মধ্যবিত্তের। একই সঙ্গে স্বর্ণ ব্যবসায়ীদের কপালেও চিন্তার ভাঁজ। স্বর্ণের দাম এই হারে বেড়ে যাওয়ায় এদিন কতটা বেচাকেনা হবে তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করছেন তাঁরা।

অক্ষয় তৃতীয়ার আগে ফের বাড়ল সোনার দাম, কলকাতায় কত?