Crashed Tara Air Aircraft: সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত নেপালের নিখোঁজ তারা এয়ার বিমান, যাত্রীদের দেহাংশ উদ্ধার শুরু
Tara Air (Photo Credits: Nepal Army)

কাঠমান্ডু, ৩০ মে:  রবিবার সকালে ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া নেপালের তারা এয়ার বিমানটির ধ্বংসাবশেষের (Crashed Tara Air aircraft) খোঁজ মিলল। মুস্তাংয়ের সানোসওয়ার, থাসাং-২ এ ভেঙে পড়েছে বিমানটি। নেপাল পুলিশের ইন্সপেক্টর  রাজকুমার  তামাং  ইতিমধ্যেই একটি দল নিয়ে বিমানযোগে ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনিই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির মৃত যাত্রীদের দেহ চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। পুলিশ কর্মীরা দেহাংশ সংগ্রহ করছেন।

মুস্তাং জেলার প্রধান কর্মকর্তা নেত্র প্রসাদ শর্মা সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন আকাশপথে ও সড়কপথে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা দিয়েছে উদ্ধারকারী দল।

পড়ুন টুইট

দেখুন ছবি