![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/1-799595659.jpg?width=380&height=214)
Illegal Immigrants in UK: দ্বিতীয়বারা মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসে আমেরিকাকে ফের ‘শ্রেষ্ঠ’ করে তোলার আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই লক্ষ্যে একে পর পদক্ষেপ গ্রহণ করছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে অবৈধবাসীদের শনাক্ত করে নিজেদের দেশে পাঠিয়েছেন তিনি। এবার ট্রাম্পের পথ অনুসরণ করলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)। ব্রিটেনে থাকা অবৈধবাসীদের খুঁজে বের করতে সক্রিয় হল লেবার সরকার। অভিবাসন আইন অমান্য করে যারা দিনের পর দিন অবৈধভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন তাঁদের শনাক্ত করে নিজের নিজের দেশে ফেরানোর কর্মকাণ্ড শুরু করেছেন প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। সেই লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন তিনি। গত কয়েক দিন ধরেই ব্রিটেনে অবস্থিত একাধিক ভারতীয় রেস্তরাঁ, গাড়ি পরিষ্কার করার দোকানে অভিযান চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকেরা। সাধারণত ওই সমস্ত জায়গাগুলোতেই অভিবাসী কর্মীদের নিয়োগ করা হয়।
অবৈধ অভিবাসীদের ব্রিটেন থেকে বিতাড়িত করার এই অভিযানে উত্তর ইংল্যান্ডের হামবারসাইড এলাকার একটি ভারতীয় রেস্তরাঁয় হানা দেয় প্রশাসনিক আধিকারিকেরা। সেখান থেকে সাত জনকে অবৈধবাসী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে আটক করা হয়েছে চার জনকে।
অবৈধ অভিবাসন আর নয়ঃ
The public must have confidence in the UK's immigration system.
Through our Plan for Change, we have removed almost 19,000 people including failed asylum seekers, foreign criminals and immigration offenders from the UK since July 2024. pic.twitter.com/QY4tpQDqSP
— Home Office (@ukhomeoffice) February 10, 2025
ব্রিটেন স্বরাষ্ট্র দফতরের এক্স হ্যান্ডেল থেকে অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরানোর কর্কান্ডের একটি ভিডিয়ো সদ্য শেয়ার করা হয়েছে। স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের জুলাই মাস থেকে যুক্তরাজ্য থেকে প্রায় ১৯,০০০ মানুষকে নিজের দেশে পাঠানো হয়েছে। যার মধ্যে রয়েছেন ব্যর্থ আশ্রয় অভিবাসী, বিদেশী অপরাধী এবং অবৈধ অভিবাসন।