China Drone Show: আরও একবার ড্রোন শোয়ে নজির ড্রাগনের দেশের। চিনের হুনান প্রদেশের লিউইয়াং শহরে সম্প্রতি অনুষ্ঠিত হয় এক নজিরবিহীন 'স্কাই শো'। ১৭তম লিউইয়াং ফায়ারওয়ার্কস কালচারাল ফেস্টিভ্যাল উপলক্ষে শহরের আকাশ আলোয় ভরে যায় প্রায় ১৫ হাজার ৯৪৭টি ড্রোন এবং ৭ হাজার ৪৯৬টি আতসবাজির সমন্বিত প্রদর্শনীতে। চিনের এই স্কাই-শো য়ে দুটি গিনেস বিশ্ব রেকর্ড তৈরি হল। ১) সর্বাধিক সংখ্যক ড্রোন ব্যবহার করে আকাশে তৈরি ভিজ্যুয়াল ডিসপ্লে (১৫,৯৪৭ ড্রোন), ২) ড্রোন-নিয়ন্ত্রিত সবচেয়ে বড় আতসবাজি প্রদর্শনী।
এআই নিয়ন্ত্রিত ড্রোনে ছেয়ে যায় আকাশ
রাতের আকাশে একসঙ্গে উড়ে ওঠে ১৬ হাজারেরও বেশি এআই-নিয়ন্ত্রিত ড্রোন। শহরের জলাধারের ধারে কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল তাদের তৈরি আলোর নকশা, ঢেউ আর বিমুগ্ধ করা জ্যামিতিক আকার।
দেখুন চিনের আকাশে নজির গড়া সেই ড্রোন ও আতসবাজির প্রদর্শন
16,000-drone light show in Liuyang, Hunanpic.twitter.com/Wdnr7m3IDk
— Massimo (@Rainmaker1973) November 22, 2025
এক সঙ্গে আকাশে ফাটল সাড়ে ৭ হাজার আতসবাজি
ঠিক সময় মেনে আকাশে ফেটে উঠছিল ৭,৪৯৬টি আতসবাজি। ড্রোনের আলো আর আতসবাজির বিস্ফোরণ মিলেমিশে তৈরি করে অনন্য এক আধুনিক ঐতিহ্যবাহী মঞ্চ। চিনের এই স্কাই শোয়ের ভাইরাল ভিডিওর শুরুতে দেখা যায় লিউইয়াং শহরের ঝলমলে স্কাইলাইন। নদীর ধারে আলোয় ভরা রাস্তা, উজ্জ্বল আকাশরেখা আর তার উপরে অসংখ্য ড্রোনের প্রস্তুতি। ড্রোন প্রথমে নীল ও বেগুনি রঙের আলোয় তৈরি করে মায়াবী বিস্ফোরণের মতো নকশা। কখনও ডিজিটাল আলোর নদীর মতো আকাশ জুড়ে বয়ে যায় সেই রেখাগুলো। পর্বের মাঝামাঝি ড্রোনগুলো তৈরি করে বিশাল গাছের মতো আলো-গঠন। ঠিক যেন পুরনো বড় গাছ বা নিউরাল নেটওয়ার্কের মতো শাখাপ্রশাখা ছড়িয়ে পড়েছে আকাশে।
আতসবাজির ঝর্ণাধারা
কখনও আকাশে তৈরি হয় নরম সাদা মেঘ, কখনও ঢেউয়ের মতো ওঠানামা করে আলো। আতসবাজির আগুন সেই আলোর প্যাটার্নে যোগ করে তীব্র লাল-কমলা ঝলক। শেষে ড্রোনগুলো জড়ো হয়ে তৈরি করে বিশাল আলোর গম্বুজ। তার সঙ্গে তাল মিলিয়ে ঝরে পড়ে আতসবাজির ঝর্ণাধারা। তৈরি হয় নিঃশ্বাস বন্ধ করে দেওয়া এক দৃশ্য।