কাবুল: আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক (Central Bank of Afghan) গত সপ্তাহ থেকে সেদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আফগান মুদ্রার প্রচার শুরু করেছে। পাশাপাশি খুব শীঘ্রই পাকিস্তানি মুদ্রার (Pakistani Currency) ব্যবহার নিষিদ্ধের সিধান্ত নিয়েছে। খামা প্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, সেদেশের কেন্দ্রীয় ব্যাংক বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের পাকিস্তানি মুদ্রায় বাণিজ্যিক লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি একটি সময়সীমা বেঁধে দেওয়া দিয়েছে, আড়াই মাস সময় দেওয়া হয়েছে। কান্দাহার, উরুজগান, হেলমান্দ, জাবুল এবং দাইকুন্দি প্রদেশের এবিষয়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের পর পাকিস্তানি মুদ্রায় লেনদেন অবৈধ বলে বিবেচিত হবে এবং যারা নিয়ম না মেনে বিদেশি মুদ্রা ব্যবহার করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরও পড়ুন : Kim Jong Un Arrived Russia: মার্কিন সতর্কতার মাঝে পুতিনের সাক্ষাতে ট্রেনে চেপে রাশিয়ায় হাজির উত্তর কোরিয়ার একনায়ক কিম
উল্লেখ্য, তোরখাম ক্রসিং বন্ধের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে। সীমান্ত ব্যবসায়ীদের অভিযোগ, এখন ফল ও সবজির মৌসুম চলছে ফলে তোরখাম সীমান্ত বন্ধ থাকায় তাদের ব্যপক ক্ষতি হচ্ছে। সীমান্তের ব্যবসায়ীরা আফগান ও পাকিস্তানি কর্মকর্তাদে রাজনৈতিক এই মতপার্থক্য সমাধানের আহ্বান জানিয়েছে।
আফগানিস্তান-পাকিস্তান জয়েন্ট চেম্বার অফ কমার্স জানিয়েছে, তোরখাম বন্ধের ফলে সীমান্তের উভয় পাশের ব্যবসায়ীদের প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। সীমান্তে নতুন পোস্ট নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় কর্মকর্তাদের মতে, এই সংঘর্ষে পাকিস্তানি ও আফগান তালিবান বাহিনি একে অপরের উপর গুলি চালায়, এরপর গত বুধবার তোরখাম সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়।