মস্কো, ১২ সেপ্টেম্বর: রাশিয়ায় পৌঁছলেন কিম জং উন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ায় হাজির উত্তর কোরিয়ার একনায়ক। সাজোয়া ট্রেনে চেপে ৬ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে কিম জিং উন রাশিয়ায় হাজির হন। জানা যায়, রবিবার উত্তর কোরিয়ার (North Korea) রাজধানী পিয়ংইয়ং থেকে মস্কোর উদ্দেশে রওনা দেন কিম জং উন। ব্যক্তিগত ট্রেনে চেপেই কিং মস্কোয় হাজির হন। কিমকে অভ্যর্থনা জানাতে পালটা সেখানে হাজির হন পুতিন।
Putin arrives in vladivostok in Russia in preparation to welcome Kim Jong Un of North Korea.#Russia #NorthKorea #Ukraine #Niger #BRICS #Africa pic.twitter.com/DsPzPJMi7Z
— jk (@jktallorder) September 12, 2023
যদিও কী কারণে কিম (Kim Jong Un) রাশিয়ায় (Russia) হাজির হয়েছেন, সে বিষয়ে ক্রেমলিনের তরফে মুখ খোলা হয়নি। মার্কিন চোখ রাঙানি এড়িয়ে পুতিনের সঙ্গে কিমের এই সাক্ষাৎ ইউক্রেন যুদ্ধের পটভূমিকে কতটা প্রভাবিত করবে, সে বিষয়ে জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।