Photo Credits: ANI

ইয়েলোনাইফ: প্রচণ্ড দাবানলের (wildfires) ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কানাডায় (Canada)। পূর্ব প্রান্তে অবস্থিত ব্রিটিশ কলম্বিয়া (British Columbia)-সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের (fire) লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে হেক্টরের পর হেক্টর বনাঞ্চলে। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রদেশটির ইয়েলোনাইফ শহরের বাসিন্দারা। এর ফলে বতর্মানে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা (state of emergency) জারি করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, দাবানল আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে হেক্টরের পর হেক্টর বনাঞ্চলে। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রদেশটির ইয়েলোনাইফ শহরের বাসিন্দারা। বনাঞ্চলের পাশাপাশি দাবানল লোকালয়েও ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় ইয়েলোনাইফ শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আর এই ঘোষণার পরেই শহরের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এখনও পর্যন্ত ওই এলাকা থেকে প্রায় ২৫ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তবে আবহাওয়া প্রতিকূল থাকায় বিমান চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে। আর প্রতিটি ফ্লাইটে চারশোর বেশি মানুষ নেওয়া সম্ভব না হওয়া ধাপে ধাপে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। বিমানের টিকিট কাটার জন্য দেখা দিয়েছে মানুষের লম্বা লাইন। দীর্ঘসময় ধরে লাইনে দাড়িয়ে থাকার পরও টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। এদিকে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন কয়েকশো দমকলকর্মী। উচ্চ তাপমাত্রার কারণে অক্লান্ত পরিশ্রম করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে জল ছেটানো হলেও খুব একটা কাজে আসছে না তা। অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়ার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।