কৃষ্ণ সাগরে (ব্ল্যাক সি) ভয়াবহ ঝড়ের জেরে বিপর্য়স্ত ইউক্রেন, ক্রিমিয়া এবং রাশিয়া। কৃষ্ণ সাগরে সম্প্রতি যে ঝড় তৈরি হয়, তা আছড়ে পড়ে রাশিয়ার বেশ কিছু অংশে। সেই সঙ্গে ইউক্রেন এবং ক্রিমিয়াতেও শুরু হয়ে যায় লণ্ডভণ্ড। কৃষ্ণ সাগরে ভয়াবহ ঝড়ের জেরে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যুর খবর পাওযা যাচ্ছে। সেই সঙ্গে সমুদ্র তীরবর্তী এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরানোর কাজ চলছে। রাশিয়ার সংবাদমাধ্যম এবং ইউক্রেন মন্ত্রিসভার তরফে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
The worst storm in a century in the Black Sea is smashing Russian coastal cities to pieces.
The waves are 10 meters (33 feet) high along parts of the coast.
Is this Mother Nature’s revenge for the Russians blowing up the Kakhovka Dam? pic.twitter.com/nqH4VjWzPS
— Visegrád 24 (@visegrad24) November 27, 2023
তবে কৃষ্ণ সাগরে যে ঝড় তৈরি হয়েছে, তা সবচেয়ে বেশি করে আছড়ে পড়তে শুরু করে ক্রিমিয়াতে। ফলে সেখান থেকে বহু মানুষকে সরানোর কাজ শুরু হয়। রাশিয়ার সংবাদমাধ্যম তাস-এর খবর অনুযায়ী, কৃষ্ণ সাগরে তৈরি ঝড়ের জেরে রবিবার রাত থেকে প্রায় ২ হাজার গ্রাম বিদ্যুৎশূণ্য অবস্থায় রয়েছে। সেই সঙ্গে ইউক্রেনের ১৬টি প্রদেশের অবস্থাও ক্রমশ ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে। যার মধ্যে রয়েছে ওডেশা, মাইলোকিভ, কিভ-সহ আরও বেশ কয়েকটি প্রদেশ। যেখানে গাছ যেমন উপড়ে পড়তে শুরু করে, তেমনি ঝড় জলে বিদ্যুৎবিহীন অবস্থায় মানুষের দুর্দশার অন্ত নেই। দেখুন সেই ভিডিয়ো...
Incredible footage of major coastal flooding and giant waves from Storm Bettina in Sochi, Russia along the Black Sea this morning.
— Nahel Belgherze (@WxNB_) November 27, 2023