Bill Clinton

ওয়াশিংটন, ১৫ অক্টোবর: অসুস্থ হয়ে হাসপাতালে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন (Bill Clinton)। তাঁর সংক্রমণ রয়েছে। তবে তা কোভিড সংক্রান্ত নয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে এটি রক্তের সংক্রমণ। ৭৫ বছরের ক্লিনটনকে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইরভিনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, আপাতত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কিছুটা সুস্থ আছেন। তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ইরভিন মেডিক্যাল সেন্টার জানিয়েছে যে, ক্লিনটন সেখানে ভর্তি হয়েছেন। ক্লিনটনকে আইভি অ্যান্টিবায়োটিক এবং তরল খাওয়ানোর জন্য ভর্তি করা হয়েছিল। দু'দিনের চিকিৎসার পর তাঁর শ্বেত রক্তকণিকার সংখ্যা কমছে, তিনি অ্যান্টিবায়োটিকে ভাল সাড়া দিচ্ছেন। আরও পড়ুন: China Implements Lockdown: করোনার তাড়ণা, এই প্রদেশের বাসিন্দাদের বাড়ির বাইরে থেকে তালা ঝোলাল চিন

চিকিৎসকরা জানিয়েছেন যে তাঁরা মার্কিন প্রেসিডেন্টের মেডিক্যাল টিমের হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশা করা হচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে।