Bangladesh ex-PM Khaleda Zia (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ ঢাকা ছেড়ে লন্ডনের(London) উদ্দেশে রওনা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া(Khaleda Zia)। কিন্তু কেন? জানা যাচ্ছে, উন্নততর চিকিৎসার জন্যই লন্ডন যাত্রা করছেন বিএনপি চেয়ারপারসন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে ঢাকা বিমানবন্দরে থে বিএনপির নেতা-কর্মীদের ঢল। মঙ্গলবার রাত ১১ টা ৪৬ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও নেতাকর্মীরা। তার আগে রাত ৮ টা নাগাদ গুলশানের বাড়ি থেকে গাড়িতে চেপে বিমানবন্দরের দিকে রওনা দেন খালেদা। তাঁর সঙ্গে ছিলেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথি।

দেশ ছাড়লেন খালেদা জিয়া

লন্ডন পৌঁছানোর পর সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে বলে জানানো হয়েছে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর। বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, চিকিৎসার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রীর বিদেশযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন ৭৯ বছরের খালেদা জিয়া। তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় মেডিক্যাল বোর্ড। চিকিৎসকদের পরামর্শ মতোই তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন তাঁদের নেত্রী এমনটাই আশা বিএনপি কর্মী সমর্থকদের।

 ঢাকা ছাড়লেন খালেদা জিয়া