ঢাকা, ৯ ডিসেম্বর: এবার ফের চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das) এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বাংলাদেশ (Bangladesh) পুলিশ। এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে হিন্দু সন্ন্যাসী এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বাংলাদেশ পুলিশ। সূত্রের খবর, চিন্ময়কৃষ্ণ দাস এবং তাঁর ১৬৪ জন অনুগামীর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। যা নিয়ে ফের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে বলে খবর।
জানা যাচ্ছে, গত ২৬ নভেম্বর এনামুল হক নামে এক ব্যবসায়ী চট্টগ্রাম আদালতে হাজির হন তাঁর নিজের কিছু ব্যক্তিগত কাজের জন্য। ওই সময় চিন্ময়কৃষ্ণর অনুরাগীরা সংশ্লিষ্ট ব্যক্তিকে মারধর করেন বলে অভিযোগ। আহত অবস্থায় এনামুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর।
আরও পড়ুন: Bangladesh: 'বাংলাদেশের সব ধ্বংস করে দিয়েছেন হাসিনা', দাবি মহম্মদ ইউনুসের
মারধরের জেরে এনামুল হকের মাথায় আঘাত লেগেছে। সেই সঙ্গে হকের ডান হাতও গুরুতর জখম বলে দাবি করা হয়েছে বলে খবর।