রবিবার অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। প্রায় ১৭০ মিলিয়ন মানুষ অংশগ্রহন করবেন এই নির্বাচনে। দেশের ১২ তম জাতীয় নির্বাচনে ২৯৯ জন আইনপ্রণেতাকে নির্বাচিত করবেন বাংলাদেশের সাধারণ মানুষ। তবে এর মধ্যে বাংলাদেশর বিভিন্ন জায়গায় বেশ কিছু হাংসার ঘটনা ঘটেছে। বিরোধী দল বিএনপির তরফে নির্বাচনের আগেই ডাকা হয়েছে বনধ। সেখ হাসিনার পদত্যাগ চেয়ে কোন কেয়ার টেকার সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানমিয়েছে বিএনপি।
রবিবারের নির্বাচনের জন্য ৪২ হাজার পোলিং স্টেশন নির্ধারিত করা হয়েছে। দেশে প্রথমবারের জন্য ভোট দিতে চলেছেন ১৫ মিলিয়ন ভোটার। ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের তরফে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচন সম্পন্ন করার অনুমতি দিয়ে দেন।
যদিও বিরোধী পক্ষ নির্বাচনের আগেই শনিবার ৪৮ ঘন্টার বনধ ডেকেছে এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে। হিংসাত্বক ঘটনা বাংলাদেশ জুড়ে ঘটে চলেছে। ১৪ টি পোলিং সেন্টার সহ ২ টি স্কুল জ্বালিয়ে দেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোট প্রক্রিয়াকে সুস্থভাবে সম্পন্ন করতে থাকছেন ৩০ টি দেশ এবং ১৮০ টি বিদেশী পর্যবেক্ষক ।
Bangladesh to vote in national elections today amid tight security
Read @ANI Story | https://t.co/TDLVk5LjtU#Bangladesh #BangladeshElections pic.twitter.com/YB47R7tABd
— ANI Digital (@ani_digital) January 7, 2024