Australia Moon Mission: চাঁদে যাবে অস্ট্রেলিয়া, রোভারের নাম ঠিক করতে ভোট দিচ্ছে অস্ট্রেলিয়া
Rover Pragyan (Photo Credits: ISRO)

Australia Moon Mission ২০২৬-২৭ সালে চাঁদে রোভার বা যান পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। এই প্রথমবার চাঁদে পাড়ি দেবে ওশিয়ানিয়া মহাদেশের কোনও দেশের যান। নাসার সঙ্গে চুক্তি করে চাঁদকে আরও ভালভাবে জানতে ও খনিজ পদার্থের সন্ধানে যান পাঠাচ্ছে অস্ট্রেলিয়ার মহাকাশ গবেষণা সংস্থা- অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি বা ASA। অস্ট্রেলিয়ার মুন রোভারের নাম রাখার দায়িত্ব দেশবাসীর উপরেই ছেড়েছে সে দেশের সরকার।

অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মুন রোভারের নামের সাজেশন হিসেবে মোট ২৮ হাজার নাম জমা পড়েছিল। সেখান থেকে চূড়ান্ত ভোটিংয়ের জন্য চারটি নাম বাঝা হয়েছে। সেগুলি হল- কোলামোন, কাকিরা, মাতেশিপ ও রো-ভার।

দেখুন এক্স

আজ থেকে খুলেছে ভোটিং লাইন, ১ ডিসেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার নাগরিকরা নাম ঠিক করার জন্য ভোট দিতে পারবেন। তারপর অস্ট্রেলিয়ার প্রথম 'চন্দ্রযান'-এর চূড়ান্ত নাম ঘোষণা হবে আাগমী ৬ ডিসেম্বর।