সিন্ধু চুক্তি স্থগিত করায় এবার ভারতের বিরুদ্ধে হুমকি দিতে শোনা যায় বিলাওয়াল ভুট্টোকে। তিনি বলেন, 'সিন্ধু আমাদের ছিল আমাদেরই থাকবে। ভারত যদি কোনওভাবে সিন্ধু নদীর জল বন্ধ করে, তাহলে ওই নদীর অববাহিকা দিয়ে ওদের রক্ত বইবে। হয় সিন্ধুর জল বাইবে, না হলে রক্ত বয়ে যাবে।'
...