
দিল্লি, ১৬ মে: মাথা দুলিয়ে, চুল নাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) স্বাগত জানানো হল সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। মার্কিন প্রেসিডেন্ট (US President) ট্রাম্প যখন সংযুক্ত আরব আমিরশাহিতে হাজির হন, সেই সময় আল-আয়ালা। ওই সময় স্থানীয় মহিলারা সাদা পোশাক পরে মাথা নাড়িয়ে, চুল দুলিয়ে ট্রাম্পকে স্বাগত জানান। সংযুক্ত আরব আমিরশাহির মহিলারা যখন আল-আয়ালা (Hair-Flipping Ritual) পালন করে ট্রাম্পকে স্বাগত জানান, সেই সময় তাঁদের মুখে শোনা যায় কবিতা। এমনই একটি ভাইরাল ভিডিয়ো (Video) সংযুক্ত আরব আমিরশাহি থেকে উঠে আসে।
আরও পড়ুন: Donald Trump: ভারত-পাকিস্তানকে একসঙ্গে ডিনারের টেবলে আমন্ত্রণ ট্রাম্পের
দেখুন সেই ভিডিয়ো...
Cultural Differences 101:
For the Arabs/Emiratis this hair raising 'hair flips' signify a mark of respect/ welcome etc.
But in India, the very exact open hair flipping by a man or women is the surest proof that evil spirits have taken over the body.#Possessed pic.twitter.com/obFICiSzyE
— Mohammed Saleh (@Mohammed11Saleh) May 16, 2025
যে ভিডিয়ো উঠে আসে, সেখানে কী দেখা যায়?
ডোনাল্ড ট্রাম্প যখন সংযুক্ত আরব আমিরশাহিতে হাজির হন, সেই সময় সাদা পোশাক পরে ড্রামের শব্দ শুনে স্থানীয় মহিলারা মুখে আবৃত্তি শুরু করেন। আর ওই ড্রাম বাদকরা পিছনে দাঁড়িয়ে অহরহ নির্দেশ মত ড্রাম বাজিয়ে চলেন। সাদা পোশাকে আল আয়ালা (Al-Ayyala) পালন করতে দেখা যায় স্থানীয় মহিলাদের কারও সম্মানে।
কী এই আল আয়ালা?
ইউনেসকোর রিপোর্ট অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহির উত্তর-পশ্চিম ওমানে পালন করা হয় আল আয়ালা। ঔতিহ্যবাহী পোশাক পরে, মাথা দুলিয়ে, চুল নাড়িয়ে মহিলারা ওই সময় আবৃত্তি শুরু করেন। ওই মহিলাদের পিছনে যে ড্রাম বাদকরা দাঁড়িয়ে থাকেন, তাঁরা ক্রমাগত মিউজ়িকের সঙ্গে তলোয়ার দুলিয়ে সম্মান প্রদর্শন শুরু করেন।
সংযুক্ত আরব আমিরশাহিতে কোনও গন্যমান্য ব্যক্তির সম্মানে এই আল আয়ালা পালন করেন। সেখানেই ঐতিহ্যবাহী পোশাক পরে মহিলাদের অদ্ভুদ ব্যবহার করতে দেখা যায়।