Suicide Blast In Pakistan (Photo Credit: X/Screengrab)

Afghanistan-Pakistan Clash: ফের আত্মঘাতী হামলা। এবার পাকিস্তানি চেক পোস্টকে নিশানা করে হামলা চালানো হল। পরপর দুবার শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর ওয়াজরিস্তানের মীর আলি। পরপর দুবার শক্তিশালী বিস্ফোরণের জেরে ওই পাকিস্তান চেকপোস্টগুলিতে (Afghanistan-Pakistan Clash) যে জওয়ানরা আহত হন, তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যুর খবর মেলে।

বর্তমানে দোহায় (Doha) পাকিস্তান এবং আফগানিস্তানের শান্তি আলোচনা চলছে। তার মাঝেই উত্তর ওয়াজিরিস্তানে পাক চেক পোস্ট লক্ষ্য করে যে হামলা চলে, তা ক্রমাগত ভয়াবহ আকার ধারন শুরু করে।

আরও পড়ুন: Afghanistan-Pakistan Clash: বর্তমানে পাকিস্তানের চরম শত্রু নুর ওয়ালি মাসুদ লুকিয়ে আফগানিস্তানে, কে এই ব্যক্তি? যার ভয়ে থরথর কাঁপছে ইসলামাবাদ

দেখুন কীভাবে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ওয়াজিরিস্তান...

 

রিপোর্টে প্রকাশ, উত্তর ওয়াজিরিস্তানের মীর আলিতে যে কাড্ডি সেনা ক্যাম্প রয়েছে, তা লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই একটি ট্রাক ঢুকে যায়। এরপর সেই ট্রাকের ভয়াবহ বিস্ফোরণ হয় পাক সেনা (Pakistan Army) ক্যাম্পের মাঝে। যার জেরেই পরপর ৭ জওয়ান নিহত হন বলে খবর মেলে।

কাড্ডি সেনা ক্যাম্পে যে বামলা হয়েছে, তার দায় স্বীকার করা হয় তেহরিক-ই-লাব্বিক পাকিস্তানের তরফে।

কাড্ডির পর মামুদ চাঙ্গি শা এলাকায় দ্বিতীয় বিস্ফোরণ হয়। সেখানেও একটি বিস্ফোরক বোঝাই ট্রাক ঢুকে পড়ে এবং বিস্ফোরিত হয়। তবে মামুদ টাঙ্গি শা এলাকার যে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা হয়, সেখান থেকে কারও মৃত্যুর খবর মেলেনি।

গত সপ্তাহে কাবুলে আকাশ পথে হামলা চালায় পাক সেনা। যে ঘটনার পর থেকে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দ্বন্দ্ব বিশাল আকার নেয়। পাক, আফগান সীমান্তে ক্রমাগত যে সংঘর্ষ হচ্ছ, তার পিছনে আফগান তালিবান যেমন রয়েছে, তেমনি টিএলপিও রয়েছে সমানভাবে। যার প্রমাণ আজকের আত্মঘাতী হামলার পর আবার প্রমাণিত।

প্রসঙ্গত তেহরিক-ই-লাব্বিক পাকিস্তানের নেতা নুর ওয়ালি মাসুদ বর্তমানে আফগানিস্তানের আদিবাসী এলাকায় রয়েছে। ওই আদিবাসী এলাকায় থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক হামলা নুর ওয়ালি মাসুদ শুরু করেছে বলে মনে করছে বিভিন্ন মহল।